বন্দিদের ইংরেজি শেখাচ্ছেন দেবযানী, জেলের বাইরে গাইবেন গান!

কলকাতা: সারদাকাণ্ডের অন্যতম অভযুক্ত দেবযানী মুখোপাধ্যায়৷ সাধারণ কর্মী থেকে রকেটের গতিতে হয়েছিল তাঁর উত্থান৷ সারদাকর্তা সুদীপ্ত সেনার ঘনিষ্ঠ হয়ে উঠতে খুব বেশি সময় নেননি দেবযানী৷ সরদার হর্তাকর্তা ভূমিকাও ছিলেন৷ কিন্তু, বাংলার লক্ষাধিক সাধারণ মানুষের টাকা হাতিয়ে আপাতত কারাবন্দি৷ কিন্তু, জানেন কি জেলে বসে কী করছেন সারদার মূল অভিযুক্ত দেবযানী? জানা গিয়েছে, জেলবন্দি দেবযানী এখন কয়েদিদের

বন্দিদের ইংরেজি শেখাচ্ছেন দেবযানী, জেলের বাইরে গাইবেন গান!

কলকাতা: সারদাকাণ্ডের অন্যতম অভযুক্ত দেবযানী মুখোপাধ্যায়৷ সাধারণ কর্মী থেকে রকেটের গতিতে হয়েছিল তাঁর উত্থান৷ সারদাকর্তা সুদীপ্ত সেনার ঘনিষ্ঠ হয়ে উঠতে খুব বেশি সময় নেননি দেবযানী৷ সরদার হর্তাকর্তা ভূমিকাও ছিলেন৷ কিন্তু, বাংলার লক্ষাধিক সাধারণ মানুষের টাকা হাতিয়ে আপাতত কারাবন্দি৷ কিন্তু, জানেন কি জেলে বসে কী করছেন সারদার মূল অভিযুক্ত দেবযানী?

জানা গিয়েছে, জেলবন্দি দেবযানী এখন কয়েদিদের কাছে ইংরেজি দিদিমণি বলে পরিচিতি পেয়ে গিয়েছেন৷ নিময় করে পড়ান৷ শেখান ইংরেজি থেকে সংস্কৃতিচর্চা৷ শোনা যাচ্ছে, জেল বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন তিনি৷ এবার জেলের বাইরে গিয়ে আগামী ১১ জুলাই বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন ‘দেবযানী দিদিমণি’৷ জেল  সুপারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, বন্দিদের সঙ্গে নিয়ে গান গাইবেন৷ অনুষ্ঠান নিয়ে রীতিমত উৎসাহিত জেলের বন্দিরাও৷ জানা গিয়েছে, জেলের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে অনুষ্ঠানে মহড়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =