কলকাতা : বিজেপির তরফে নির্বাচন কমিশনে রাজ্যের প্রতিটি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবির পরই কমিশনের প্রতিনিধিরা আজ শুক্রবার সর্বদলীয় বৈঠক করতে কলকাতায় আসছেন। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যের সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন অফিসার সঞ্জয় বসু জানিয়েছেন, জেলার নির্বাচন অফিসার, পুলিশ সুপার ও অন্যদের সঙ্গে কথা বলবেন সুদীপ জৈন। তার আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার আরিজ আফতাব ভিডিও কনফারেন্সে কথা বলবেন জেলার নির্বাচন অফিসারদের সঙ্গে। সঞ্জয়বাবু জানান, সি ভিজিল অ্যাপ চালু হওয়ার পর ১৮৩টি অভিযোগ এসেছে। তার মধ্যে ৫৬টি বাদ দেওয়া হয়েছে। ৪৮টি অভিযোগ তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত অবশ্য কোনও বড় ধরনের অভিযোগ আসেনি। বেশিরভাগই দেওয়ালে লেখা নিয়ে অভিযোগ। এ পর্যন্ত সাড়ে ৮ হাজার হোর্ডিং সরানো হয়েছে।