আরএসএসের মানহানি, রাহুল-ইয়েচুরি বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি

নয়াদিল্লি : আরএসএসের মানহানি করার অভিযোগে মহারাষ্ট্রের থানের দেওয়ানি আদালত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে সমন পাঠিয়েছে। ৩০ এপ্রিল তাঁদের হাজির হতে বলা হয়েছে। নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যায় আরএসএসের নাম জড়ানোয় সংগঠনের সদস্য থানের বাসিন্দা বিবেক চাপানেরকর এই মামলা করেছিলেন। রাহুল টুইটে সেসময় লিখেছিলেন, আরএসএস-বিজেপির বিরুদ্ধে কিছু বললেই তাকে

755f619b032862c2d9051d6e19be8fc5

আরএসএসের মানহানি, রাহুল-ইয়েচুরি বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি

নয়াদিল্লি : আরএসএসের মানহানি করার অভিযোগে মহারাষ্ট্রের থানের দেওয়ানি আদালত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে সমন পাঠিয়েছে। ৩০ এপ্রিল তাঁদের হাজির হতে বলা হয়েছে।

নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যায় আরএসএসের নাম জড়ানোয় সংগঠনের সদস্য থানের বাসিন্দা বিবেক চাপানেরকর এই মামলা করেছিলেন। রাহুল টুইটে সেসময় লিখেছিলেন, আরএসএস-বিজেপির বিরুদ্ধে কিছু বললেই তাকে আক্রমণ করা হচ্ছে, এমনকী, হত্যা করাও হচ্ছে। ইয়েচুরিও একই ধরনের মন্তব্য করেছিলেন। আরএসএস তাদের আবেদনে বলেছে, গৌরীর হত্যায় তাদের নাম না জড়াতে নির্দেশ দেওয়া হোক। এবং মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১ টাকা দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *