চিটফান্ড তদন্তে দময়ন্তীকে তলব, সিবিআই নজরে ৭ পুলিশ কর্তা!

কলকাতা: চিটফান্ড কেলেঙ্কারির জাল গোটাতে তদন্তের গতিবাড়াল সিবিআই৷ সারদা ও রোজভ্যালি তদন্তে সিবিআইয়ের নজরে এবার রাজ্যের সাত শীর্ষ পুলিশকর্তা৷ তাঁদের জেরা করতে চেয়ে চিঠি সিবিআইয়ের৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সূত্রে খবর, রাজ্য পুলিশের ৭ অফিসারকে জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়েছে৷ আগামী ৪ নভেম্বরের পর জিজ্ঞাসাবাদের পরিকল্পরয়েছে তদন্তকারী আধিকারিকদের৷ সূত্রের খবর, ২০১০ সালে যুগ্ম কমিশনার অপরাধ পদে

চিটফান্ড তদন্তে দময়ন্তীকে তলব, সিবিআই নজরে ৭ পুলিশ কর্তা!

কলকাতা: চিটফান্ড কেলেঙ্কারির জাল গোটাতে তদন্তের গতিবাড়াল সিবিআই৷ সারদা ও রোজভ্যালি তদন্তে সিবিআইয়ের নজরে এবার রাজ্যের সাত শীর্ষ পুলিশকর্তা৷ তাঁদের জেরা করতে চেয়ে চিঠি সিবিআইয়ের৷

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সূত্রে খবর, রাজ্য পুলিশের ৭ অফিসারকে জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়েছে৷ আগামী ৪ নভেম্বরের পর জিজ্ঞাসাবাদের পরিকল্পরয়েছে তদন্তকারী আধিকারিকদের৷ সূত্রের খবর, ২০১০ সালে যুগ্ম কমিশনার অপরাধ পদে থাকা আইপিএস দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে চিঠি সিবিআইয়ের৷ সারদা ও রোজ ভ্যালি মামলায় তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷

রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আরও এক আইপিএস ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ প্রাথমিক ভাবে দুই আইপিএসকে জেরার আর্জি জানিয়ে ডিজিপিকে সিবিআই চিঠি দিয়েছে বলে খবর৷

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ১৯৯৬ ব্যাচের এই আইপিএস অফিসার দময়ন্তী সেনের থেকে কী বিষয়ে জানতে চাইতে পারে সিবিআই? সূত্রের খবর, যুগ্মকমিশনার পদে থাকার সময় সরকার রোজভ্যালি সংস্থা সম্পর্কে বেশ কিছু নেতিবাচক তথ্য পেয়ে তা কলকাতা পুলিশকে খতিয়ে দেখার জন্য পাঠিয়েছিলেন৷ কিন্তু এ ধরনের আর্থিক দুর্নীতি বিষয় সেবি’র নিয়ন্ত্রণাধীন হওয়ায় সে সময় সেবিকেই চিঠি লেখেন তিনি৷ সেই চিঠির ভিত্তি খতিয়ে দেখে রোজভ্যালির উপর নিষেধাজ্ঞা জারি করে সেবি৷ পরে আদালতের রায় যদিও রোজভ্যালির পক্ষে যায়৷ মূল সেই সব বিষয়গুলি জানতে চাওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে খবর৷

বর্তমানে কলকাতা পুলিশের ডিসি বন্দর পদে থাকা ওয়াকার রাজার থেকে কী বিষয়ে তথ্য চাইতে পারে সিবিআই? সূত্রে খবর, ২০১২ সালে এক বৈঠকের বিষয়ে জানতে তাঁর সঙ্গে তদন্তকারীরা কথা বলতে পারেন৷ সেই বৈঠকে কী হয়েছিল, কারা ছিলেন? কী আলোচনা হয়েছিল, সেবিষয়ে তিনি কিছু জানতেন কি না, জানতে চাওয়া হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eleven =