কলকাতা: ভোটগ্রহণকে কেন্দ্র করে ছাপ্পা, রিগিং ও কর্মীদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় ১৪৬টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুললেন বিজেপি নেতৃত্ব।
ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে বুথের তালিকা দিয়ে চিঠিও পাঠানো হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি ধনঞ্জয় হালদার বলেন, এদিন সকাল থেকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বেশ কিছু বুথে ছাপ্পাভোট, রিগিং ও কর্মীদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ আসতে থাকে। শাসকদল সন্ত্রাস চালিয়েছে। এরমধ্যে প্রাথমিকভাবে কালনায় ১৬টি, পূর্বস্থলী উত্তরে ৪টি, পূর্বস্থলী দক্ষিণে ৪৫, কাটোয়ায় ২৪, রায়নায় ৩১, জামালপুরে ১৫, মেমারিতে ১১টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছি।