নয়াদিল্লি : বিজেপি সভাপতি অমিত শাহ নিজের কী কী আর্থিক দায় রয়েছে তা জানাননি। এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিল করার দাবি তুলল কংগ্রেস। অমিত গুজরাতের গান্ধিনগর কেন্দ্রের প্রার্থী। মিথ্যা হলফনামা জমা দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তারা। অভিযোগ, তিনি গান্ধিনগরের একটি জমির বিষয়টি চেপে গিয়েছেন।
দ্বিতীয়ত, তাঁর ছেলে জয় শাহ একটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছিলেন, তার গ্যারান্টার ছিলেন অমিত শাহ। তাছাড়া, সমপ্ত্তির যে হিসেব দিয়েছেন বিজেপি সভাপতি তাও কম করে দেখানো হয়েছে। যে সম্পত্তির দাম হওয়া উচিত সাড়ে ৬৬ লাখ, সেটাকে তিনি কমিয়ে দেখিয়েছেন ২৫ লাখ টাকা। মনোনয়ন পেশের আগে তাঁর ছেলের কুসুম ফিনসার্ভ কোম্পানির জন্য ২০১৬ সালে কালুপুর সমবায় ব্যাঙ্কের কাছে দুটি সম্পত্তি গচ্ছিত রেখেছিলেন। তার বিনিময়ে ছেলের কোম্পানিকে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই দায় হলফনামায় দেখাননি অমিত।