বাংলায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর

কলকাতা: লোকসভা ভোটের আগে বালাকোট ইস্যুতে নাম না করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশপ্রেম নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সল্টলেকে এক অনুষ্ঠানে তিনি বলেন, পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। আর পশ্চিমবঙ্গের শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীরা এই ঘটনার প্রমাণ চাইছেন! রাজ্যের শাসকদলের উদ্দেশে দেশের প্রতিরক্ষামন্ত্রীর প্রশ্ন, আপনারা কি

dffe93983f74c98395c7a0375aacc982

বাংলায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর

কলকাতা: লোকসভা ভোটের আগে বালাকোট ইস্যুতে নাম না করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশপ্রেম নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

সল্টলেকে এক অনুষ্ঠানে তিনি বলেন, পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। আর পশ্চিমবঙ্গের শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীরা এই ঘটনার প্রমাণ চাইছেন! রাজ্যের শাসকদলের উদ্দেশে দেশের প্রতিরক্ষামন্ত্রীর প্রশ্ন, আপনারা কি ভারতের পক্ষে, না শত্রুদেশকে সমর্থন করছেন? এখনকার বাংলার নেতারা যে কায়দায় পকিস্তানের হয়ে কথা বলছেন, তা শত্রুদেশকে বাড়তি সুবিধা করে দিচ্ছে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গে জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ব্রিটিশ শাসনে যে রাজ্য থেকে জাতীয়তাবোধের শিক্ষা নিত গোটা ভারত, সেখানেই রাষ্ট্রীয় আবেগ নিয়ে প্রশ্ন উঠছে। দেশভাগের যন্ত্রণার ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে নির্মলা বলেন, পূর্ব বঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিটেমাটি ছাড়া হয়ে এদেশে এসেছিলেন। কত মহিলা ধর্ষিতা হয়েছিলেন, তা কি ভুল গিয়েছেন! ৩০ বছরের বেশি বামেদের অপশাসনে রাজ্যে শিল্প-কৃষি সহ সমস্ত ক্ষেত্রে কোনও উন্নতি হয়নি বলে মন্তব্য করেন কেন্দ্রীয়মন্ত্রী। তবে তার পরিবর্তে যে সরকার এই মুহূর্তে রাজ্য শাসন করছে, তারা বামেদের কুশাসনকে কার্যত ‘নকল বা কপি’ করছে বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *