দীপাবলির দূষণ ভাঙল ৭ বছরের রেকর্ড, বিষাক্ত তিলোত্তমার বাতাস

কলকাতা: বেপরোয়া বাজি ফাটানোর জেরে বাতাসে ভাসমান ধূলিকণা নিরিখে গত ৭ বছরের মধ্যে সবথেকে বেশি দূষিত কালী পুজোর রাত উপহার পেল শহর৷ বাতাসে ভাসমান ধূলিকণা স্বাভাবিক পরিমাণ ১০ পিএ৷ কিন্তু, সেই সহনশীল মাত্রা থেকে ১৬ গুণ বেশি ধরা পড়েছে দীপাবলির দূষণ৷ আর সেই কারণে দূষণে রাজ্যধানী দিল্লির সঙ্গে পাল্লা দিল কলকাতা৷ গত রবিবার রাত আটটা

দীপাবলির দূষণ ভাঙল ৭ বছরের রেকর্ড, বিষাক্ত তিলোত্তমার বাতাস

কলকাতা: বেপরোয়া বাজি ফাটানোর জেরে বাতাসে ভাসমান ধূলিকণা নিরিখে গত ৭ বছরের মধ্যে সবথেকে বেশি দূষিত কালী পুজোর রাত উপহার পেল শহর৷ বাতাসে ভাসমান ধূলিকণা স্বাভাবিক পরিমাণ ১০ পিএ৷ কিন্তু, সেই সহনশীল মাত্রা থেকে ১৬ গুণ বেশি ধরা পড়েছে দীপাবলির দূষণ৷ আর সেই কারণে দূষণে রাজ্যধানী দিল্লির সঙ্গে পাল্লা দিল কলকাতা৷

গত রবিবার রাত আটটা থেকে বাজি ফাটানোর শুরু হওয়ার পর থেকেই পরিবেশ কর্মীদের একাংশের আশঙ্কা ছিল, শহরে বাতাসের মানের অবনমন ঘটতে পারে৷ সেই আশঙ্কাই সত্যি হল৷ বাতাসে ভাসমান ধূলিকণা নির্ধারিত প্রতি ঘনমিটারে ১০০ মাইক্রোগ্রাম স্বাভাবিক৷ পরিসংখ্যান বলছে, গতবছর কালীপুজোর রাত বারোটায় বাতাসে ভাসমান ধূলিকণা পরিমাণ ছিল প্রতি ঘনমিটার ৭২০মাইক্রোগ্রাম৷

স্বাভাবিকের থেকে সাত গুণ বেশি৷ রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবছর কালী পুজোয় অর্থাৎ গত রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণা পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ১৬৫৯.৭০ মাইক্রো গ্রাম৷ অর্থাৎ সহনশীলতার মাত্রা থেকে ১৬ গুণ বেশি৷ ভয়ঙ্কর এই অবস্থা দেখে পরিবেশ কর্মীরা জানিয়েছেন, এই রিপোর্ট গত সাত বছরে তারা দেখেননি৷ ফলে এই পরিস্থিতি থেকে বাঁচতে অবিলম্বে আরও কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন পরিবেশ কর্মীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =