ছলচাতুরি বিজেপির, ভীত তৃণমূল! কমিশনে পার্থ-মুকুলের নালিশ

কলকাতা: রাজ্যে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, শনিবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের সঙ্গে যেমন বৈঠক করবেন, তেমনি কথা বললেন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। আজ, কমিশনে গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা মুকুল রায়৷ রাজ্যে উন্নয়ন ও শান্তি থাকার

ছলচাতুরি বিজেপির, ভীত তৃণমূল! কমিশনে পার্থ-মুকুলের নালিশ

কলকাতা: রাজ্যে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, শনিবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের সঙ্গে যেমন বৈঠক করবেন, তেমনি কথা বললেন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। আজ, কমিশনে গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা মুকুল রায়৷

রাজ্যে উন্নয়ন ও শান্তি থাকার পরও বিজেপি ছলচাতুরি করছে বলে তোপ দাগলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে বৈঠক করতে এসে সাংবাদিকদের নাম না করে বিজেপির উদ্দেশ্যে পার্থবাবু বলেন, ছলচাতুরি করে উচ্ছিষ্টদের নিয়ে দল গড়েছে ওঁরা।

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষের জবাবে তৃণমূল ভয় পেয়েছে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে বৈঠক করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুলবাবু বলেন, ‘এরাজ্যে সব বুথ সেন্সিটিভ। রাজ্য সব লিমিট পার করে গিয়েছে। ফেভার চাই না, কমিশন নিজে দাঁড়িয়ে থেকে ভোট করাক’। কিছুক্ষণ আগে পার্থ চট্টোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেছিলেন, ছলচাতুরি করে উচ্ছিষ্টদের নিয়ে দল গড়েছে ওঁরা। সেকথা জানানো হলে মুকুলের জবাব, ছলচাতুরির প্রশ্নই নেই। ওঁরা ভয় পেয়েছে বলে এসব বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =