‘ঋণে জর্জরিত রাজ্য, তবুও কীভাবে বাড়ল MLA ভাতা?’

কলকাতা: বিধায়কদের বেতন দ্বিগুন বৃদ্ধির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বিজেপি সদর দপ্তরে বসে মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ঋণে জর্জরিত তাঁর সরকার৷ কিন্তু, ঋণে জর্জরিত থাকার পরও নিজের ও মন্ত্রী বিধায়কদের বেতন বাড়িয়ে নিলেন৷ এই সিদ্ধান্ত স্ববিরোধিতা ছাড়া আর কিছুই না৷ এদিন কাটমানি প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন মুকুল৷ বলেন,

cb7246e981b0b39354be5e1101834f79

‘ঋণে জর্জরিত রাজ্য, তবুও কীভাবে বাড়ল MLA ভাতা?’

কলকাতা: বিধায়কদের বেতন দ্বিগুন বৃদ্ধির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ বিজেপি সদর দপ্তরে বসে মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ঋণে জর্জরিত তাঁর সরকার৷ কিন্তু, ঋণে জর্জরিত থাকার পরও নিজের ও মন্ত্রী বিধায়কদের বেতন বাড়িয়ে নিলেন৷ এই সিদ্ধান্ত স্ববিরোধিতা ছাড়া আর কিছুই না৷

এদিন কাটমানি প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন মুকুল৷ বলেন, তৃণমূল রাজ্য সরকারকে কাটমানির টাকা ঋণ হিসেবে দিতেই পারে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কাটমানির ৭৫ শতাংশ টাকাই দলের কাছে রয়েছে৷ যার পরিমাণ নেহাত কম নয়৷ এই টাকা পেলে সরকার ঘুরে দাঁড়াতে পারবে৷

মিলছে না ডিএ৷ বাড়ছে না বেতন৷ ঝুলে রয়েছে ষষ্ঠ বেতন কমিশন৷ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে রাজপথে নামতে হচ্ছে বাংলার প্রাথমিক শিক্ষকদের৷ আন্দোলন করতে গিয়ে জলকামান ছুড়ছে পুলিশ৷ বেতন বঞ্চনা নিয়ে দিনে দিনে চওড়া হচ্ছে সরকারি কর্মীদের ক্ষোভ৷ তবে, ক্ষোভ যতই থাক, এবার তৃতীয় বারের জন্য বিধায়ক ভাতা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

‘ঋণে জর্জরিত রাজ্য, তবুও কীভাবে বাড়ল MLA ভাতা?’মুখ্যমন্ত্রীর এই ঘোষণার জেরে এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়ল মুখ্যমন্ত্রী-সহ পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রী, বিধায়কদের৷ নয়া ঘোষণায় রাজ্য বিধানসভায় নতুন বেতন কাঠামো হল: মুখ্যমন্ত্রীর মূল বেতন ২৭ হাজার ০০১ টাকা৷ সঙ্গে ডিএ ৯০ হাজার ০০০ টাকা৷ সবমিলিয়ে ১,১৭,০০১ টাকা৷ পূর্ণমন্ত্রীর মূল বেতন ২২ হাজার টাকা৷ সঙ্গে ডিএ ৯০ হাজার ০০০ টাকা৷ মোট ১ লক্ষ ১২ হাজার টাকা৷ রাষ্ট্রমন্ত্রীর মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা৷ ডিএ ৯০ হাজার টাকা৷ মোট ১ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা৷ বিধায়কদের মূল বেতন ২১ হাজার ৮৭০ টাকা৷ ডিএ ৬০ হাজার টাকা৷ সবমিলিয়ে ৮১ হাজার ৮৭০ টাকা৷ বিধানসভায় উপস্থিত থাকার জন্য প্রত্যেক বিধায়কদের দৈনিক হাজার টাকা ভাতা পান৷ বিধায়কদের দাবি মেনে দৈনিক বরাদ্দ ২ হাজার থেকে বেড়ে হল ৩ হাজার টাকা করার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ ফলে, বিধায়করা এখন থেকে লাখটাকার কাছাকাছি ভাতা পাবেন৷

এই নিয়ে তৃতীয় বারের জন্য বাড়াল পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন৷ বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কদের দৈনিক ভাতা ২০০০ টাকা করারও প্রস্তাব দেয় এনটাইলমেন্ট কমিটি৷ এবার বিধায়কদের দৈনিক ভাতা ৩ হাজার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর৷

২০১৭ সালের ১১ মার্চ শেষবার বেড়েছিল বিধায়কদের বেতন৷ এই মুহূর্তে রাজ্যের বিধায়করা ভাতা বাবদ মাসে ৮১,৩০০ টাকা পেয়ে থাকেন৷ মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণায় বিধানসভার অধিবেশন বসলেই বিধায়করা দিনে ৩ হাজার করে পাবেন৷ বছরে প্রায় ৫ কোটি টাকার অতিরিক্ত দায় চাপবে সরকারের ঘাড়ে৷ যদিও অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে বাংলার বিধায়করা৷ উত্তর প্রদেশের বিধায়করা মাসে বেতন পান ১.৮০ লক্ষ টাকার কাছাকাছি৷ দিল্লির বিধায়করা মাসে ২.১০ লক্ষ টাকা করে ভাতা নিয়ে থাকেন৷ সব থেকে বেশি বেতন পান তেলেঙ্গানার বিধায়করা৷ মাসে ২.৫ লক্ষ টাকারও বেশি ভোগ করেন তেলেঙ্গানার বিধায়করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *