কংগ্রেসের ‘হাটে হাড়ি’ ভাঙলেন নৃত্যশিল্পী স্বপ্না

নয়াদিল্লি: তাঁকে ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, প্রিঙ্কার হাত ধরে কংগ্রেসে নাম লেখাতে পারেন বড়পর্দায় হরিয়ানার লোকসঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী৷ কিন্তু, ভোটের মুখে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন স্বপ্না৷ #WATCH Haryanavi singer & dancer Sapna Chaudhary says, “I have not joined the Congress party. The photograph with Priyanka Gandhi Vadra

কংগ্রেসের ‘হাটে হাড়ি’ ভাঙলেন নৃত্যশিল্পী স্বপ্না

নয়াদিল্লি: তাঁকে ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, প্রিঙ্কার হাত ধরে কংগ্রেসে নাম লেখাতে পারেন বড়পর্দায় হরিয়ানার লোকসঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী৷ কিন্তু, ভোটের মুখে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন স্বপ্না৷

রবিবার সাংবাদিক বৈঠক ডেকে  স্বপ্না সাফ জানিয়ে দেন, তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না৷ স্বপ্না বলেছেন, ‘‘আমি সব দলের মানুষের সঙ্গে যোগাযোগ রাখি৷ আমি একজন শিল্পী। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না৷ যদি রাজনীতিতে যোগ দিই, তাহলে প্রকাশ্যে তা জানাব’’ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর ছবির প্রসঙ্গে স্বপ্না বলেন, ‘‘আমি কংগ্রেসে যোগ দিইনি। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আমার ছবিটি পুরনো। আমি বহুবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে মিলিত হয়েছি। তিনি খুব ভালো। তবে আমি কোনও দলের হয়ে প্রচারে যাচ্ছি না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =