কলকাতা: ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে প্রার্থী তালিকা ঘোষণা করেননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে যে আদতে কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে যখন বিজেপি সহ অন্যান্য বিরোধী দল প্রার্থী তালিকা নিয়ে কিছুটা হলেও ভাবনা চিন্তা করছে, তখন খুব সহজেই ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা কী হতে চলেছে তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ, কারণ প্রার্থী তালিকায় কারা কারা থাকতে পারেন তা নিয়ে আলাদা জল্পনা রয়েছে।
সম্প্রতি একাধিক টলিউড তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম রাজ চক্রবর্তী, সৌরভ দাস, সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক। অন্যদিকে ক্রিকেটার মনোজ তেওয়ারিও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। সুতরাং প্রার্থী তালিকা এনাদের মধ্যে বেশ কয়েকজনের নাম থাকলে অবাক হবার থাকবে না। ইতিমধ্যেই টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ গুলির মধ্যে মিমি, নুসরত রাজনৈতিক পরিচিতি বাড়িয়েছেন সাংসদ হয়। সোহম চক্রবর্তীও দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং তাঁর ভোটে লড়ার অভিজ্ঞতাও রয়েছে। সে ক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তাঁকেও প্রার্থী হিসেবে দেখা যায় তা হলেও ব্যাপারটা স্বাভাবিক হবে। সূত্রের খবর, পরের সপ্তাহের মধ্যেই ঘাসফুল শিবির নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে। আরও জানা গিয়েছে, এবারের বিধানসভায় প্রার্থী তালিকা যুব শক্তির ওপর জোর রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
গতকাল চিরাচরিতভাবে যেহেতু ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রার্থী তালিকা ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছে স্বাভাবিকভাবে। মূলত প্রত্যেকটি দলের প্রার্থী তালিকা নিয়ে কৌতুহল থাকে সাধারণ মানুষের, তবে এটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তাই তার জন্য কৌতুহল স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে এই কৌতুহল বেশিদিন থাকবে না বলেই মনে করা হচ্ছে। আসলে লোকসভা নির্বাচনের পর প্রশান্ত কিশোর আসার পর সার্বিকভাবে কৌশল সাজানোর দায়িত্ব তাঁর কাঁধেই রয়েছে। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে, সব দিক বিচার করে একটু সময় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে। তাই হয়তো একটু বেশি সময় লাগছে।