চূড়ান্ত অর্থকষ্টে ভুগছে সিপিএম, সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত!

কলকাতা: দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকার পর মাত্র আট বছর ক্ষমতার বাইরে রাজ্য সিপিএম৷ আর এই ৮ বছরের মধ্যেই কার্যত আর্থিক সংকটের মুখে পড়েছে লাল পার্টি৷ আলিমুদ্দিন সূত্রে খবর, তলানিতে এসে ঠেকেছে লেভি আদায়৷ সরকারি কর্মচারী থেকে পার্টির সদস্যরা আগের তুলনায় কম পরিমাণে লেভি দিচ্ছেন বলে খবর৷ সাম্প্রতিক হিসাবে দেখা গিয়েছে, লেভি সংগ্রহের পরিমাণ অর্ধেকে

চূড়ান্ত অর্থকষ্টে ভুগছে সিপিএম, সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত!

কলকাতা: দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকার পর মাত্র আট বছর ক্ষমতার বাইরে রাজ্য সিপিএম৷ আর এই ৮ বছরের মধ্যেই কার্যত আর্থিক সংকটের মুখে পড়েছে লাল পার্টি৷

আলিমুদ্দিন সূত্রে খবর, তলানিতে এসে ঠেকেছে লেভি আদায়৷ সরকারি কর্মচারী থেকে পার্টির সদস্যরা আগের তুলনায় কম পরিমাণে লেভি দিচ্ছেন বলে খবর৷ সাম্প্রতিক হিসাবে দেখা গিয়েছে, লেভি সংগ্রহের পরিমাণ অর্ধেকে নেমে গিয়েছ৷ এমনকি সরকারি কর্মীদের একাংশ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷ তাঁরাও লেভেল দিতে নারাজ৷ ফলে আর্থিক সমস্যায় মুখে খরচ কমাতে মাঠে নেমেছে রাজ্যের প্রাক্তন শাসক দল৷

সিপিএমের অভ্যন্তরীণ সংগঠন চলে পার্টিকর্মীদের বাধ্যতামূলক দানের উপর৷ কর্মীর আয়ের ভিত্তিতে নির্ধারিত হয় লেভির পরিমাণ৷ জানা গিয়েছে, রাজ্যের লোকসভা নির্বাচনের পর ধারাবাহিক ব্যর্থতার কারণেই কর্মীদের বড় অংশই বাধ্যতামূলক দান দিতে অস্বীকার করছেন৷ এই পরিস্থিতিতে অর্থ সংকটের মুখে সিপিএম শিবির৷

অর্থ সংগ্রহের পরিমাণ কমতেই অপ্রয়োজনীয় খরচ কমানোর পথে হাঁটতে চলেছে দল৷ সমস্ত নেতাদের গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হচ্ছে বলে খবর পার্টি সূত্রে খবর৷ রাজ্য স্তরের নেতাদের বলা হয়েছে, তাঁরা যেন গাড়ি ব্যবহার কমান৷ ট্রেনে যাতায়াত করেন৷

ইতিমধ্যেই দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বিমান ছেড়ে ট্রেনে যাতায়াত শুরু করে দিয়েছেন বলে খবর৷ আলিমুদ্দিনের রাজ্য দপ্তরের বহু গাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ স্থির হয়েছে, গাড়ি পাবেন শুধুমাত্র পার্টির প্রবীণ ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য৷ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, গাড়ি পাবেন একমাত্র জেলা সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব৷ বাকিদের ট্যাক্সি ভাড়া পরে মিটিয়ে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =