শর্তসাপেক্ষ তৃণমূলের হাত ধরতে পারে সিপিএম, জানালেন ইয়েচুরি

কলকাতা: বিজেপির মোকাবিলায় রাজ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিয়ে কংগ্রেস-সিপিএমকে সহযোগিতার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই আহ্বানে রাজি হয়নি সিপিএম৷ এবার শর্ত চাপিয়ে তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বার্তা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ প্রমোদ দাশগুপ্তর ১১০ তম জন্মদিন উপলক্ষ্যে দলের বকলমে তাঁর নামে তৈরি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন ইয়েচুরি৷

শর্তসাপেক্ষ তৃণমূলের হাত ধরতে পারে সিপিএম, জানালেন ইয়েচুরি

কলকাতা: বিজেপির মোকাবিলায় রাজ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিয়ে কংগ্রেস-সিপিএমকে সহযোগিতার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই আহ্বানে রাজি হয়নি সিপিএম৷ এবার শর্ত চাপিয়ে তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বার্তা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

প্রমোদ দাশগুপ্তর ১১০ তম জন্মদিন উপলক্ষ্যে দলের বকলমে তাঁর নামে তৈরি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন ইয়েচুরি৷ সেই সভায় মুখ্য বক্তা হিসেবে বলতে উঠে তিনি বিজেপির বিপদ নিয়ে বিস্তর উদ্বেগ ব্যক্ত করেন৷ বাম শক্তিকে খাটো করতে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে বাংলায় বিজেপির শক্তি বৃদ্ধিতে মমতার দলই পরোক্ষে সাহায্য করেছে বলেও তারা তোপ দাগে৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে তাঁর ভুল কবুল করেন, একমাত্র তখনই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন মঞ্চে তৃণমূলের সঙ্গে সিপিএম চলার কথা ভাববে৷ শনিবার কলকাতায় এসে দলের এই অবস্থানের কথা আরও একবার স্পষ্ট করে জানিয়ে গেলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =