কেরলের ঋণ বাংলায় শোধ করছে সিপিএম, কীভাবে জানেন?

কলকাতা: কেরলের ঋণ বাংলায় শোধ করছে সিপিএম। নিজের দেওয়া প্রতিশ্রুতি রেখে সুদূর মালয়ালি রাজ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর এবং অন্যান্য দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমে সিপিএম বা বাম ব্রিগেডের বিরুদ্ধে রা কাড়েননি এবার। কিন্তু কেরলের মার্কসবাদী নেতৃত্বের মন তাতে বিন্দুমাত্র গলেনি। কারণ রাজ্য রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ হওয়ায় তারা রাহুলের দলকে এক ইঞ্চি জমি ছাড়তে

কেরলের ঋণ বাংলায় শোধ করছে সিপিএম, কীভাবে জানেন?

কলকাতা: কেরলের ঋণ বাংলায় শোধ করছে সিপিএম। নিজের দেওয়া প্রতিশ্রুতি রেখে সুদূর মালয়ালি রাজ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর এবং অন্যান্য দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমে সিপিএম বা বাম ব্রিগেডের বিরুদ্ধে রা কাড়েননি এবার।

কিন্তু কেরলের মার্কসবাদী নেতৃত্বের মন তাতে বিন্দুমাত্র গলেনি। কারণ রাজ্য রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ হওয়ায় তারা রাহুলের দলকে এক ইঞ্চি জমি ছাড়তে চায়নি। কিন্তু বাংলায় বিজেপি-তৃণমূলকে ঠেকাতে শেষ পর্যন্ত আসন সমঝোতা না হওয়ার দায় রাহুলের দলের উপর চাপালেও প্রচারপর্বে কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করছেন না সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। সিপিএমের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল পর্যবেক্ষকরা বিষয়টিকে নিয়ে ঠাট্টা করে বলছেন, কেরলে দেওয়া রাহুলের ঋণ এভাবেই শোধ করছে বাংলার কমরেডরা।

প্রথম তিন দফায় ইতিমধ্যে ১০টি আসনের ভোট হয়ে গিয়েছে বাংলায়। এখনও চার দফায় আরও ৩২টি কেন্দ্রের নির্বাচন হওয়া বাকি রয়েছে। আসন ভাগাভাগির প্রক্রিয়া গোড়ায় অনেকটা এগিয়ে যাওয়ার পরও গতবার দলের জেতা দু’টি আসনেই কংগ্রেস প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় দুই শিবিরের মধুচন্দ্রিমায় ইতি পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *