২০ হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা বন্ধ করুন, টিকা কিনতে টাকা ঢালুন, মোদীকে সিপিএম!

২০ হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা বন্ধ করুন, টিকা কিনতে টাকা ঢালুন, মোদীকে সিপিএম!

দেবময় ঘোষ:  এবার মোদী সরকার কিছু করে দেখাক। করোনার ভয়াবহ দ্বিতীয় তরঙ্গে কাঁপছে দেশ। এই পরিস্থিতিতে পয়লা মে – মে দিবসে সিপিএম দলীয় বিবৃতিতে জানিয়েছে, মোদী সরকারের এবার অবশ্যই কিছু করে দেখানোর সময় এসেছে।

পার্টি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দাবি জানিয়েছে, দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে হবে। বিনামূল্যে সকলের জন্য করোনা টাকার ব্যবস্থা করতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য এবং ওষুধপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে। আয়করসীমার বাইরে থাকা পরিবারগুলোকে সাড়ে সাত হাজার টাকা নগদ এবং বিনামূল্যে খাদ্যশস্য দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, স্বাধীনতার পর সব থেকে ভয়াবহ মানবিক-স্বাস্থ্য সংকটের মুখে দেশ। সংকট কাটাতে ৩৫ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হোক। এখুনি ২০ হাজার কোটি টাকার ‘সেন্ট্রাল ভিস্তা’ – রাজধানীর প্রশাসনিক এলাকা উন্নয়নের কাজ স্থগিদ করা হোক। ওই টাকা দিয়ে কেনা হোক করোনা টিকা।

টিকা এবং জীবনদায়ি ওষুধ তৈরির জন্য উপযুক্ত সংস্থাগুলিতে অনুমতি দেওয়া হোক। কালোবাজারিদের বিরুদ্ধে নেওয়া হোক ব্যবস্থা। দেশজুড়ে হাসপাতালে বেড, ভেন্টিলেটর এবং আই সি ইউ বেডের ব্যবস্থা করা হোক। প্রথমেই জোর দেওয়া হোক গ্রামাঞ্চলে।

এদিকে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তৈরি হল নতুন রেকর্ড। দেশে তো বটেই, গোটা বিশ্বে এই প্রথম কোনও একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে ৪ লক্ষ ছড়িয়ে গিয়েছে। দৈনিক আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ছাড়ানোর ৯ দিনের মাথায় পৌঁছে গিয়েছে ৪ লক্ষে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে গত এক সপ্তাহে কী ভাবে বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই দেশে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি। এ ভাবে ২ লক্ষ পেরিয়েছে মোট মৃতের সংখ্যা। করোনার জেরে দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লক্ষ ১১ হাজার ৮৫৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =