‘যে গরু দুধ দেয়, তার লাথি খেতেও রাজি’, তোষণ ইস্যুতে মমতা

কলকাতা: রাহুল গান্ধীর ঢঙেই শনিবার দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। ওয়ার্কিং কমিটি সেই প্রস্তাব মানেনি। একই ভাবে কালীঘাটে দলের বৈঠকে মমতাও বললেন, আমি আর মুখ্যমন্ত্রী থাকতে চাই না। চেয়ার আমার কাছে বড় নয়। আমি কেন্দ্রের মন্ত্রিত্ব ছেড়েছি বহুবার। দলীয় সূত্রের খবর,

‘যে গরু দুধ দেয়, তার লাথি খেতেও রাজি’, তোষণ ইস্যুতে মমতা

কলকাতা: রাহুল গান্ধীর ঢঙেই শনিবার দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। ওয়ার্কিং কমিটি সেই প্রস্তাব মানেনি। একই ভাবে কালীঘাটে দলের বৈঠকে মমতাও বললেন, আমি আর মুখ্যমন্ত্রী থাকতে চাই না। চেয়ার আমার কাছে বড় নয়। আমি কেন্দ্রের মন্ত্রিত্ব ছেড়েছি বহুবার।

দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ফল প্রকাশের দিনই মমতা দলের নেতাদের ফোন করে জানান, তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। আজকের বৈঠক শেষে নেত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি পুরো মেরুকরণের তাস খেলেছে। তাঁর অভিযোগ, গত ছয় মাস ধরে তাঁকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। নেত্রীর আক্ষেপ, এত উন্নয়ন হল, অথচ ভোট মিলল না। এবার থেকে দলের কাজ বেশি করে করতে হবে।

তাঁর বিরুদ্ধে যতই মুসলিম তোষণের অভিযোগ উঠুক না কেন, তিনি তার মধ্যে কোনও অন্যায় দেখতে পাচ্ছেন না। শনিবার দলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুসলিম তোষণ করি, বেশ করি। করেও যাব। যে গরু দুধ দেয়, তার লাথি খেতেও রাজি আমি।

মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ বহুদিনের। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, তৃণমূলের এই বিপর্যয়ের জন্য দলের মুসলিম তোষণই দায়ী। মুসলিম তোষণের পক্ষে মমতা দলের বৈঠকেও সওয়াল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =