কলকাতা: রাজ্যে আসন বাড়াতে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। আর সেই বিজেপিকে রুখে দিতে বদ্ধপরিকর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২টি আসনের সবক’টিই পাওয়া যে তাঁর পাখির চোখ, সেকথা তিনি সম্প্রতি বিভিন্ন সভায় প্রকাশ্যেই ঘোষণা করেছেন। সে কারণে দলীয় স্তরে টার্গেট ঠিক করে দিচ্ছেন মমতা।
পুরদলের নেতা ফিরহাদ হাকিম পরিষ্কার জানিয়েছেন, তৃণমূলের প্রার্থীকে জয়ী করতেই হবে। যে ওয়ার্ডে সেই কাজে কাউন্সিলার ব্যর্থ হবেন, সেখানে ভবিষ্যতে তাঁকে আর টিকিট দেওয়া হবে না। ফিরহাদ হাকিমের এই ঘোষণায় তৃণমূলের মধ্যে নাড়াচাড়া পড়ে গিয়েছে। কিছু কাউন্সিলারের মত, ভোট পরিচালনার দায়িত্ব তাঁদের হাতে দিতে হবে।
কারণ, সেটা নাকি অনেক সময়ই তাঁদের হাতে থাকে না। সেই বার্তা তাঁরা ববি হাকিমের কাছে পৌঁছেও দিয়েছেন। কাউন্সিলারদের একাংশ যে দাবিই করুন না কেন, একটা বিষয় পরিষ্কার, আগামী দিনে টিকিট পাওয়ার জন্য তাঁদের এখনই প্রাণপাত করতে হবে।
দলীয় প্রার্থীকে জেতাতে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই ইতিমধ্যে বহু কাউন্সিলারই দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন, প্রার্থীকে নিয়ে প্রচারে নেমে পড়েছেন। শুরু হয়ে গিয়েছে বুথ কমিটি গঠন। একই সঙ্গে বুথ অনুযায়ী এজেন্ট তৈরির কাজ। যাঁদের ভালো করে স্ত্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের জন্য গোটা মেশিনারি সাজাতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল স্তরে। সব বিরোধী যখন প্রার্থী ঘোষণা করতে পারেনি, তৃণমূল তখন প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে।