ভোটার কার্ড সংশোধন করেছেন? শুরু হচ্ছে নয়া যাচাই পর্ব, হবে নতুন তালিকা

কলকাতা: নির্বাচক তথ্য যাচাই এভিপি কর্মসূচি শেষ হতেই দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন৷ আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তথ্য যাচাই কর্মসূচি চলবে৷ তারপর ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর এক মাস ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ চালানো হবে বলে খবর৷ ২০২০ সালের পয়লা জানুয়ারি মধ্যে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি

ভোটার কার্ড সংশোধন করেছেন? শুরু হচ্ছে নয়া যাচাই পর্ব, হবে নতুন তালিকা

কলকাতা: নির্বাচক তথ্য যাচাই এভিপি কর্মসূচি শেষ হতেই দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন৷ আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তথ্য যাচাই কর্মসূচি চলবে৷ তারপর ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর এক মাস ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ চালানো হবে বলে খবর৷

২০২০ সালের পয়লা জানুয়ারি মধ্যে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে, তারাই ৬ নম্বর ফরম পূরণ করে ভোটার তালিকায় নতুন নাম তুলতে পারবেন৷ একই সঙ্গে চলবে ভোটার তালিকা সংশোধন ও সংবর্ধনের কাজ৷ আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷

এদিকে রাজ্যের নির্বাচন তথ্য যাচাই কর্মসূচিতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংক্রান্ত নথিভুক্ত করেছেন৷ সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গে এই কর্মসূচি ঘিরে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে৷ পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন৷ নির্বাচক তথ্য যাচাই কর্মসূচির অগ্রগতি নিয়ে ২১ তারিখ প্রতিটি জেলার জেলা শাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতার৷এই কাজে এক নম্বরে রয়েছে কালিম্পং জেলা৷ তারপর নদীয়া, উত্তর দিনাজপুর, কোচবিহার ও দুই ২৪ পরগনার কাজ যথেষ্ট ভালো৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, এতদিন ধরে ভোটাররা নিজেরা অনলাইনে নিজের তথ্য নিজেরা যাচাই করেছেন৷ এবার গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকার ব্লক লেভেলের অফিসাররা বাড়ি বাড়ি যাবেন ভোটারদের কাছে৷ বিএলও’রা বাড়ি যাওয়ার কাজ শুরু করতে চলেছে বলে খবর৷ রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক অসিত জ্যোতি ভট্টাচার্য জানান, বিএলও’রা মূলত দু’টি কাজ করবেন৷ প্রথমত, যারা ইতিমধ্যেই অনলাইনে তথ্য যাচাই করার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাঁদের দাখিল করা তথ্যগুলি যাচাই করে দেখবেন৷ এই কাজটি করার জন্য কমিশন ‘বিএলও নেট’ নামে একটি অ্যাপ তৈরি হয়েছে৷ সেই অ্যাপটিকে কাজে লাগাচ্ছেন বিএলও’রা৷ এখন পর্যন্ত এই অ্যাপ ব্যবহারে হুগলি জেলার ভূমিকা উল্লেখযোগ্য৷

এছাড়াও বিএলও’রা দ্বিতীয় যে কাজটি করবেন, বাড়ি বাড়ি গিয়ে অফলাইনে নির্বাচক তথ্য যাচাই৷ এর জন্য প্রয়োজনীয় ফরম ও কাগজপত্র বাড়ি বাড়ি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন৷ কমিশন সূত্রে খবর, প্রত্যেক ভোটারের কাছে যাওয়ার কথা বিএলওদের৷ যদি পঞ্চায়েতে ও পুরসভা এলাকায় বিএলও’রা এখনও না গিয়ে থাকেন তাহলে বিডিও অফিসে খোঁজ নিতে বলা হচ্ছে৷ অথবা কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০ নম্বরে ফোন করেও জানা যেতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *