কর্পোরেট অনুদানে ‘আঙুল ফুলে কলাগাছ’ বিজেপির! ৭ বছরে কত লক্ষ্মীলাভ?

কর্পোরেট অনুদানে ‘আঙুল ফুলে কলাগাছ’ বিজেপির! ৭ বছরে কত লক্ষ্মীলাভ?

 

নয়াদিল্লি: কর্পোরেট সংস্থাগুলির কাছে ভীষণ প্রিয় ভারতীয় জনতা পার্টি৷ ভাবছেন কেন একথা বলছি? একথা আমরা বলছি না একথা বলছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট৷ তাদের রিপোর্ট অনুযায়ী সাত বছরেজাতীয় দলগুলিকে দেওয়া ২৮১৮০৫ কোটি টাকা অনুদানের ৮২.৩ শতাংশই কর্পোরেট সংস্থাগুলি দিয়েছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে৷ হিসেব করলে দেখা যাচ্ছে ২৮১৮০৫ কোটি টাকার মধ্যে ২৩১৯৪৮ কোটি টাকা দেওয়া হয়েছে বিজেপি৷ যার ফলে কংগ্রেস পেয়েছে মাত্র ৩৭৬.০২ কোটি টাকা৷ ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ এর মধ্যে এই পরিমাণ টাকা কংগ্রেস ও বিজেপিকে দিয়েছে তারা৷ তবে অন্যান্য জাতীয় দল যেমন শরদ পাওয়ারের এনসিপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএমও পেয়েছে কর্পোরেট সংস্থাগুলির টাকা৷ তবে তা পরিমাণে বিজেপির তুলনায় অত্যন্ত কম৷

এনসিপি এই সাত বছরে পেয়েছে ৬৯.৮১ কোটি টাকা৷ তৃণমূল কংগ্রেস ৪৫.০১ ও সিপিআইএম ৭.৫ কোটি টাকা৷ সিপিআই পেয়েছে মাত্র ২২ লক্ষ টাকা৷ এদিকে মায়াবতীর বহুজন সমাজ পার্টি ইতিমধ্যেই জানিয়েছে দিয়েছে যে তারা কুড়ি হাজার টাকার বেশি অনুদান কারোর কাছ থেকে নেয়নি৷ তবে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে ২০১৬ সালে জাতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করা তৃণমূল কংগ্রেস এত টাকা নিল কীভাবে? এদিকে প্রশ্ন উঠছে আরও বেশি কয়েকটি৷ ২০১২-১৩ সালে যখন বিজেপি আদৌ ক্শমতায় ছিল না তখনও তারা ৭২.৯৯ কোটি টাকা পেয়েছিল কর্পোরেট সংস্থাগুলির কাছে৷ যার পরিমাণ পরবর্তী অর্থবর্ষে হয়ে দাঁড়ায় ১৫৬.৯৮ কোটি টাকা৷

এদিকে ২০১২-১৩ সালে ইউপিএ সরকার ক্ষমতায় থেকেও অনুদান পেয়েছিল মাত্র ৭.৫৪ কোটি টাকা৷ যা বিজেপির অনুদানের দশ ভাগের এক ভাগ৷ পরের অর্থবর্ষে কংগ্রেস পেয়েছিল ৫৩.৫১ কোটি৷ যা সেই অর্থবর্ষে পাওয়া বিজেপির অনুদানের তিন ভাগের একভাগ৷ এই এডিআরের রিপোর্ট এও বলছে ২০০৪-১২ থেকে ২০১৮-১৯ সালের মধ্যে জাতীয় দলগুলিকে দেওয়া কর্পোরেট সংস্থাগুলির অনুদানের পরিমাণ বেড়েছে ১৩১ শতাংশ৷ গত অর্থবর্ষে ১৫৭৩টি কর্পোরেট সংস্থা থেকে ৬৯৮.০৮ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *