বিবেকে লেগেছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার আর ইচ্ছে নেই: মমতা

কলকাতা: হারের পর্যাচোলনার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মোদির জয়ে বড় কেলেঙ্কারি ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলফল দেখে মুখমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিলেন বলেও সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির জয়ের পিছনে বড়সড় টাকা খেলা ছিল বলেও জানান তিনি৷ এদিন রাগঢাক না করেও মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘আমি বললেই হইত সিবিআই, ইডি পাঠিয়ে দেব৷ দিক,

বিবেকে লেগেছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার আর ইচ্ছে নেই: মমতা

কলকাতা: হারের পর্যাচোলনার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মোদির জয়ে বড় কেলেঙ্কারি ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলফল দেখে মুখমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিলেন বলেও সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

মোদির জয়ের পিছনে বড়সড় টাকা খেলা ছিল বলেও জানান তিনি৷ এদিন রাগঢাক না করেও মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘আমি বললেই হইত সিবিআই, ইডি পাঠিয়ে দেব৷ দিক, ভয় পায় না৷ আজ সরকারি আধিকারিকদের দিয়ে টাকা পাচার করা হয়েছে৷ এটা দেশের সব থেকে বড় কেলেঙ্কারি৷’’

বলেন, ‘‘এই অবস্থায় মুখ্যমন্ত্রীব হিসেবে কাজ করার ইচ্ছে নেই৷ কিন্তু, দল এটা মানতে চায়নি, তাই আমাকে কাজ চালাতে হচ্ছে৷ ছ’মাস ধরে ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী হয়ে ছিলাম৷ এটা মানতে পারছি না৷ মুখ্যমন্ত্রী পদে আর থাকতে চাই না৷ বৈঠকে বেলেছিলাম৷ আমি এই চেয়ার নিয়ে সন্তুষ্ঠ নই৷ কিন্তু, দল এটা মানতে চায়নি৷ তাই আমাকে কাজ চালাতে হচ্ছে৷ আমার কাছে চেয়ার বড় নয়৷ অপ্রিয় সত্য কথা বলতে আমি ভয় পাই না৷ যাঁরা ভোট দেয়নি, নিশ্চয়ই অপছন্ন করেন, এটা বিবেকে লেগেছে৷

এদিন মুখ্যমন্ত্রীব কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ‘‘সেই জানুয়ারি থেকে আমাকে পাঁচ মাস কাজ করতে দেওয়া হয়নি৷ আজ হিন্দু-মুসলিম করা হচ্ছে৷ আমি মানি না৷ আমি উগ্র ধর্মের বিরুদ্ধে৷ ধর্মীয় বিভেদ করা হচ্ছে৷’’ এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘আজ টাকার বিনিময়ে ভোট করা হয়েছে৷ ভোট পিছু পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ কোনও কোনও অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে, সেটা দেখা হবে৷’’

ইভিএম কেলেঙ্কারি নিয়েও বলেন, ‘‘আমার বিশ্বাস সেটিং হয়ে গিয়েছে৷ এর সঙ্গে বিদেশেরও হাত রয়েছে৷ তা না হলে বিজেপি কত গুলি আসনে এক লক্ষের উপর ভোটে জিতত৷ আমি আর কিছু বলব না৷ পরে দেখবেন সব বেরিয়ে গিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =