কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ কারা? তাঁদের মোকাবিলা কীভাবে? চিন্তায় বিজেপি!

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ নিয়ে বেজায় চিন্তিত বিজেপি (Congresss Three Musketeers) কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ নিয়ে বেজায় চিন্তিত বিজেপি। তাঁরা কারা? এই প্রথম লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে…

Congresss Three Musketeers Sonia Rahul Priyanka

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ নিয়ে বেজায় চিন্তিত বিজেপি (Congresss Three Musketeers)

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ নিয়ে বেজায় চিন্তিত বিজেপি। তাঁরা কারা? এই প্রথম লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে কংগ্রেসের অন্যতম প্রধান তিন মুখকে এক সঙ্গে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। তাঁরা হলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সোনিয়া রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন অনেক আগেই। রাহুল লোকসভায় জিতেছেন রায়বেরিলি কেন্দ্র থেকে। তবে নিজের জেতা অপর কেন্দ্র কেরলের ওয়েনাড় তিনি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখান থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা। বিরাট বড় অঘটন না ঘটলে প্রিয়াঙ্কার ওয়েনাড় থেকে জেতা শুধু সময়ের অপেক্ষা। সেটা বিজেপিও জানে।

বিজেপি বিশেষ করে চিন্তিত প্রিয়াঙ্কাকে নিয়েল (BJP Worried)

এমনিতেই একা ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। সেই জায়গায় দুই কক্ষ মিলিয়ে যদি রাহুল, প্রিয়াঙ্কা এবং সোনিয়ার মোকাবিলা করতে হয় তবে সেটা যে যথেষ্ট সমস্যার হবে তা এখন থেকেই বুঝতে পারছেন গেরুয়া নেতৃত্ব। এই তিনজনের মধ্যে মূলত কাকে নিয়ে বেশি চিন্তিত বিজেপি? একাধিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিজেপি বিশেষ করে চিন্তিত প্রিয়াঙ্কাকে নিয়ে। সংসদে গত দু’দশক ধরে রাহুল গান্ধীর মোকাবিলা করেছে বিজেপি।

 প্রিয়াঙ্কাকে নিয়ে বেশি চিন্তা বিজেপির (Congresss vs BJP)

রাহুল গত দশ বছরে সরকার পক্ষকে ততটা সমস্যায় ফেলতে পারেননি বলে অনেকেই মনে করেন। আর রাহুলকে ‘পাপ্পু’-সহ নানা বিশেষণে ধারাবাহিকভাবে আক্রমণ করে গিয়েছে বিজেপি। সেভাবে কিন্তু প্রিয়াঙ্কাকে বিজেপি আক্রমণ করতে পারবে না। কারণ প্রিয়াঙ্কা জিততে পারলে সংসদীয় রাজনীতিতে তিনি একেবারে নতুন হবেন, তার উপর তিনি মহিলা। একজন মহিলাকে যদি আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয় তাহলে নিঃসন্দেহে সমস্যা বাড়বে বিজেপির। তাই অচেনা প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কার মোকাবিলা করতে বিজেপি সবচেয়ে বেশি চিন্তা করছে বলে খবর।

কংগ্রেসের ‘ত্রিফলা’ আক্রমণ (Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi)

সামনেই রয়েছে চার রাজ্যের বিধানসভা ভোট। সেই জায়গায় সংসদের অধিবেশন শুরু হলেই কংগ্রেস-সহ বিরোধীরা বিজেপিকে বিভিন্ন ইস্যুতে চেপে ধরার জন্য প্রস্তুত। আর ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই প্রিয়াঙ্কার সাংসদ হওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে বলে মনে করে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে কংগ্রেসের ‘ত্রিফলা’ আক্রমণ ঠেকাতে নিঃসন্দেহে হিমশিম খেতে হবে বিজেপিকে। সবমিলিয়ে আগামী দিনে দিল্লি রাজনীতি ঘিরে কী হয় সেদিকে বিশেষ নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-

দিনহাটায় অবাধ ভোট হয়েছে বলে ‘ক্ষুব্ধ’ উদয়ন! 

বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূলমুখী কংগ্রেস?

পরিস্থিতি বেগতিক! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ছক 

রাহুলের জেতা ওয়েনাড় থেকে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

Politics: The Congress party’s ‘Three Musketeers’ – Sonia Gandhi, Rahul Gandhi, and Priyanka Gandhi – are causing concern for the BJP. Political Reactions Read more  to know why.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *