নয়াদিল্লি: ক্ষমতায় এলে পার্ল চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার এমনই নির্বাচনী প্রতিশ্রুতি দিল কংগ্রেস। পাশাপাশি, নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করতে চিটফান্ড দুর্নীতি রোধে কড়া আইন আনা হবে বলেও জানিয়েছে দেশের এই প্রধান বিরোধী দল।
দিল্লিতে পার্ল অ্যাগ্রোটেক কর্পোরেশন লিমিটেড (পিএসিএল)-এ টাকা রেখে সর্বস্বান্ত পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপরেই কংগ্রেসের তরফে বিবৃতি জারি করে ওই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে ছ’মাসের মধ্যে পার্ল চিটফান্ডে ক্ষতিগ্রস্ত ৫ কোটি ৮৫ লক্ষ পরিবারের টাকা ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ভোট প্রতিশ্রুতি পূরণে ছত্তিশগড় ও রাজস্থানের কথা তুলে ধরেছে কংগ্রেস।