দিল্লিতে সরকার গড়ার জন্য তৃণমূলের সঙ্গে হাত মেলাবে না কংগ্রেস: সোমেন

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর কথায়, যেমনই অবস্থা হোক সরকার গড়ার জন্য কখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না কংগ্রেস। আরএসএস ও বিজেপির ‘সবথেকে বড় শরিক মমতা বন্দ্যোপাধ্যায়’, এ কথা জানিয়ে সোমেন সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিজেপি-বিরোধী শক্তি হিসাবে মমতা

bbb83786132f83c1c0f8645fcaeac621

দিল্লিতে সরকার গড়ার জন্য তৃণমূলের সঙ্গে হাত মেলাবে না কংগ্রেস: সোমেন

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর কথায়, যেমনই অবস্থা হোক সরকার গড়ার জন্য কখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না কংগ্রেস।

আরএসএস ও বিজেপির ‘সবথেকে বড় শরিক মমতা বন্দ্যোপাধ্যায়’, এ কথা জানিয়ে সোমেন সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিজেপি-বিরোধী শক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল সমস্ত ভরসা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, “আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে পারি, পরবর্তী সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আমরা না পেলেও কোনওভাবেই তৃণমূলের সঙ্গে হাত মেলাব না। আমাদের সত্যিই তৃণমূলের সমর্থনের দরকার নেই। ইউপিএ জোট তার নিজের ক্ষমতাতেই সরকার গঠন করবে৷”

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার দাবি করেছেন, তাঁর সমর্থন ছাড়া কংগ্রেস কিছুতেই সরকার গড়তে পারবে না। গত জানুয়ারি মাসে ব্রিগেডে বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে বিশাল জনসভা করেছিলেন তিনি। কিন্তু, সেখানে উপস্থিত ছিলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যিনি স্বয়ং কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী।

যদিও, ওই জনসভায় কংগ্রেস তার দুই বিশ্বস্ত ‘সৈনিক’ মল্লিকার্জুন খারগে ও অভিষেক সিঙ্ঘভিকে পাঠিয়েছিল। তাঁদের সঙ্গে একটি চিঠিও দেওয়া হয়, যার মারফৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সর্বদলীয় সমাবেশ’কে সমর্থন জানিয়েছিলেন রাহুল গান্ধী। সোমেন বলেন, “শুনুন, তৃণমূলের প্রতিটি পদক্ষেপই অতি হিসাব করে ফেলা। ওদের মূল লক্ষ্য হল বিজেপিকে সমর্থন দেওয়া। এবং, সেটা শুধু বাংলায় নয়, গোটা দেশেই। বিজেপির সবথেকে বড় এবং বিশ্বস্ত শরিক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *