জনগণের মনের কথা শুনবে কংগ্রেস: রাহুল

সিমদেগা: এবার মোদির ‘মন কি বাত’ কেই নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণতন্ত্রের মালিক আপনারা। আপনাদের মনের কথা শোনাই সরকারের কাজ। কংগ্রেস ক্ষমতায় এলে সেটাই করে দেখাবে। নিজেদের মন কি বাত শোনাবে না। এদিন ঝাড়খণ্ডের খুন্তি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে অংশ নেন রাহুল। এই কেন্দ্রে এবার

b8ca8f9bc1f05080b392a2e212652bf4

জনগণের মনের কথা শুনবে কংগ্রেস: রাহুল

সিমদেগা: এবার মোদির ‘মন কি বাত’ কেই নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণতন্ত্রের মালিক আপনারা। আপনাদের মনের কথা শোনাই সরকারের কাজ। কংগ্রেস ক্ষমতায় এলে সেটাই করে দেখাবে। নিজেদের মন কি বাত শোনাবে না।

এদিন ঝাড়খণ্ডের খুন্তি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে অংশ নেন রাহুল। এই কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা। হেভিওয়েট মুণ্ডার মোকাবিলায় রাহুলের বাজি দলের প্রদেশ নেতা কালীচরণ মুণ্ডা। তাঁরই সমর্থনে সিমদেগা এলাকায় একটি ব়্যালিও করেন কংগ্রেস সভাপতি। সেখানেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ‘মন কি বাত’কেই অস্ত্র করলেন রাহুল।

দিল্লির কুর্সি দখলের পর প্রতিমাসে রেডিওতে ‘মন কি বাত’ শীর্ষক একটি অনুষ্ঠান শুরু করেন নরেন্দ্র মোদি। এদিন সেই অনুষ্ঠানকে খোঁচা দিতে গিয়ে রাহুল বলেছেন, ‘আপনারা ভুলে যাবেন না, জনগণই হল গণতন্ত্রের মালিক। সেখানে নরেন্দ্র মোদি কিংবা অন্য কোনও নেতা আপনাদের মালিক হতে পারেন না। আপনারা বলবেন, নেতারা শুনবেন। কংগ্রেস ক্ষমতায় এলে সেটাই করবে। আপনাদের কথা মতো কাজ করবে সরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *