মুম্বই: এবারের লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছে কংগ্রেস। তাই পরবর্তী সরকার কংগ্রেসই গঠন করবে। শুক্রবার প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকর্জুন খাড়গে এমনটাই দাবি করেন।
তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভই কংগ্রেসকে এগিয়ে রেখেছে। বিভিন্ন সূত্র থেকে তিনি এমন খবর পেয়েছেন বলে জানান। খাড়গে বলেন, ‘বিজেপির বিভিন্ন ভুল নীতির জন্য বিপুল সংখ্যক ভোটার বিজেপির উপর বীতশ্রদ্ধ। তাঁরা মোদির শাসন নিয়ে ক্ষোভে ফুঁসছে। একবার ফলাফল বের হোক। আমি নিশ্চিত যে, ২৩ মে আমরাই সরকার গড়ব। আমরা অন্যান্য সম মনোভাবাপন্ন দলের সমর্থনও নেব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে খাড়গে বলেন, ‘মোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি নিজের নামে ভোট চাইছেন। সাধারণত যেকোনও সরকার দলের নামে ভোট প্রার্থনা করে। এটাই বিজেপির চরিত্র আরও স্পষ্ট করে দিচ্ছে। এবং এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে, মোদি ছাড়া তাদের (বিজেপির) আর কেউ নেই।’