ভুবনেশ্বর: ওড়িশায় বড় রকমের ধাক্কা খেল কংগ্রেস। রাজ্যে বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বৃহস্পতিবার দল থেকে ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র সোনালি সাহু। প্রসঙ্গত, দু’দিন আগেই এই টিকিট বণ্টন নিয়ে অসন্তোষের জেরে প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সুমিত্রা জেনা দলত্যাগ করেছিলেন।
তারপর ফের একই কারণে রাজ্যের আরও এক মহিলা নেতা দলত্যাগ করলেন। কংগ্রেস ছেড়ে জেনা রাজ্যের শাসক দল বিজেডিতে যোগ দিয়েছেন। তিনি রাজ্যের কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়কের বিরুদ্ধে অভিযোগ করেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে পট্টনায়ক অনিয়ম করছেন।
এদিন সাহু তাঁর দলত্যাগের ব্যাপারে বলেন, পট্টনায়কের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, খুর্দা বিধানসভা কেন্দ্র থেকে সাহু প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে টিকিট দেওয়া হয়নি বলেই তিনি ইস্তফা দিয়েছেন। টিকিট বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্য নির্বাচনের জন্য যেভাবে টিকিট বণ্টন হচ্ছে, তাতে আমি খুশি নই। সেজন্যই আমি দল থেকে ইস্তফা দিয়েছি।’