হায়দরাবাদ: দীর্ঘ আলাপ-আলোচনার পর ভেস্তে গিয়েছে বাম-কংগ্রেস জোট৷ জোট ভেস্তে যেতেই কংগ্রেসের উপর দায় চাপাতে তৎপর বাম নেতৃত্ব৷ জোট প্রসঙ্গে সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুরাভরম সুধাকর রেড্ডি সোমবার বললেন, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের জন্য আসনবণ্টন নিয়ে কংগ্রেসের অন্যায্য দাবি কোনওভাবেই মানবে না বামফ্রন্ট।
এই রাজ্যে কংগ্রেস ও বামফ্রন্টের জোটগঠন করা নিয়ে দীর্ঘ আলোচনার পরে এখন দুই দলই লোকসভায় পৃথকভাবে লড়াই করার তোড়জোর শুরু করেছে। এবিষয়ে তিনি বলেন, “ওরা ১৭টি আসনে লড়ার দাবি জানিয়েছিল। বামফ্রন্ট ওদের কাছে ১২টি আসন ছাড়ার প্রস্তাব রাখে। ওরা আরও যে ৫টি আসনের দাবি করে, সেগুলি সবই বামফ্রন্টের আসন। এটা অন্যায্য। এর মধ্যে বেশ কয়েকটি আসনে আগের নির্বাচনে ওরা ২ থেকে ৩ শতাংশ ভোট পেয়েছিল৷” সংবাদসংস্থা পিটিআইকে এই কথা বলেন তিনি।
তাঁর কথায়, বসিরহাট লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে সিপিআই পেয়েছিল ৪ লক্ষ ভোট। অন্যদিকে, কংগ্রেস পায় ১ লক্ষ ভোট। তা সত্ত্বেও, ওদের দাবি ওই আসন থেকে এবারে লড়াই করবে কংগ্রেস। এটা কী করে সম্ভব? এমন দাবি বামফ্রন্ট কখনওই মেনে নেবে না। ওরা ফরওয়ার্ড ব্লকের একটি আসন এবং সিপিএমের তিনটি আসনও চেয়ে বসেছিল। এর ফলে, ব্যাপারটি ভীষণ জটিল হয়ে যেত৷