‘নকল ব্যালট ছাপছে তৃণমূল’, ভোটে ‘কারচুপির খেলা’ হবে, বিস্ফোরক অধীর, পালটা দিল শাসকদল

‘নকল ব্যালট ছাপছে তৃণমূল’, ভোটে ‘কারচুপির খেলা’ হবে, বিস্ফোরক অধীর, পালটা দিল শাসকদল

 বহরমপুর: পঞ্চায়েত ভোট নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ৷ এবার বোনা ফাটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের জন্য নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। এই নকল ব্যালট পেপার ব্যবহার করেই মানুষের ভোট লুঠ করবে রাজ্যের শাসক দল। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির বিস্ফোরক অভিযোগ ফুৎকারেই উড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল কংগ্রেস নকল ব্যালট পেপার ছাপছে। যা মানুষের রায়কে বদলে দিতে হাতিয়ার করা হবে।  ভয়ংকর এক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল। বুধবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। সেই ব্যালট বুথ থেকে স্ট্রংরুমে যাওয়ার সময় বদলে যাবে। ব্যালট পেপার যারা ছাপে, যাদের কাছে কম্পিউটারের চাবি থাকে সেই চাবি চাইছে পুলিশ। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিন তিনটে অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে।” অধীর আরও বলেন, ‘‘মানুষের ভোটকে পরিবর্তন করে, নিজেদের জয় নিশ্চিত করতে চাইছে এ রাজ্যের শাসকদল।’

তবে শুধু অধীর নন, নকল ব্যালট পেপার ছাপার অভিযোগে সুর চড়িয়েছে বিজেপিও। পুরুলিয়ার আধিকারিকদের কেন বরখাস্ত করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভপতি সুকান্ত মজুমদারও। তিনিও অধীরের সুরেই দাবি করেছেন, বিভিন্ন এলাকা থেকে নকল ব্যালট পেপার ছাপার অভিযোগ আসছে। একই অভিযোগ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের গলায়।

যদিও এ প্রসঙ্গে অধীরকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, “জেলাভিত্তিক কংগ্রেসের প্রার্থীর সংখ্যাটা দেখেছেন ? লোক নেই৷ তাই প্রার্থী দিতে পারেনি। অর্ধেক জায়গাতেই গোহারা হারবে। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, সিপিএম এর সঙ্গে জোট, আইএসএফের সঙ্গে জোট, আট দফায় নির্বাচন , এত সব করেও তো শূন্য পেয়েছিলেন। তারপর এই সব কথা বলতে লজ্জা করছে না।” এর পর অধীরকে ব্যর্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি বলেও কটাক্ষ করেন কুণাল। তাঁর কথায়, নিজের ব্যর্থতা ঢাকতে আগাম অজুহাত খুঁজছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =