নয়াদিল্লি: মধ্যপ্রদেশের পর রাজস্থান। সমীকরণ যেন একই অঙ্কে চলছে। কংগ্রেস বিধায়কদের দলত্যাগ করার ফলস্বরূপ রাজ্যের শাসন বিজেপির হাতে চলে গেছিল। সেভাবেই এবার রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট কংগ্রেস ত্যাগ করে দিল্লি হাজির হয়েছেন গতকাল। রাজ্যের সমস্ত কং বিধায়কদের বৈঠক উপেক্ষা করেই দিল্লি চলে গিয়েছিলেন শচীন।
রাজস্থান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অবিনাশ পান্ডে জানিয়েছিলেন, যে সমস্ত বিধায়ক বৈঠকে উপযুক্ত কারণ না দেখিয়ে অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরদিনই হাই কম্যান্ডের তরফে সুর নরম হয়ে গেল। সংবাদসংস্থা এএনআই টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে অন্যরকম কথা বলতে শোনা গেল কংগ্রসের অন্যতম মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার গলায়৷ বললেন, তাঁদের দল পরিবারের মতো। এখানে কেউ যদি কোনও কারণে অখুশি হয় তাহলে সে পরিবারকে ধ্বংস করে না। বরং পরিবারের বাবা-মা, কাকা-জ্যাঠাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে।
#WATCH If anyone is upset in family, they should find a solution by sitting with members of the family…On behalf of Congress leadership, including Sonia ji & Rahul ji, I convey that doors of Congress party are always open for Sachin ji or any member: Randeep Surjewala, Congress pic.twitter.com/x4sYvVs4Gk
— ANI (@ANI) July 13, 2020