কংগ্রেস দলে বড়সড় রদবদল, পদ খোয়ালেন বহু বর্ষীয়ান নেতা

 দলের সাংগঠনিক এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ে মতামত প্রদানের জন্য এদিন ৬ সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করেছেন সভানেত্রী সোনিয়া। সেখানে আছেন এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি,কে সি বেনুগোপাল, মুকুল ওয়াসনিক এবং রণদীপ সিং সূরজেওয়ালা। কিন্তু একজন অভিজ্ঞ, বর্ষীয়ান নেতা হিসেবে এখানেও জায়গা হয়নি আজাদের।

নয়াদিল্লি: কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে কংগ্রেস দলে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটালেন সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা দলের প্রতি যুবসমাজের অনাস্থার কারণ হয়ে উঠছে বলে উল্লেখ করে একটি স্থায়ী ও সক্রিয় নেতৃত্বের দাবি সহ সম্প্রতি দলের আভ্যন্তরীন আমূল সংস্কারের দাবি জানিয়েছিলেন বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ। যিনি রাজ্যসভায় বিরোধী নেতা। সঙ্গে ছিলেন দলের আরও ২২ জন নেতা।

এরপরেই জল্পনা শুরু হয়েছিল পদ ছাড়ছেন সোনিয়া। আরও জল্পনা ছিল দলবিরোধী মনোভাবের পোষণ করে দলে আজাদের ভবিষ্যৎ নিয়ে। আর শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে সভানেত্রীর পদে থেকেই 'অতীত ভুলে' বন্ধুত্বপূর্ণ মনোভাবের পরিচয় দিলেন সোনিয়া গান্ধী। পুরোনো ও নতুন নেতাদের সহাবস্থানে দলের সামঞ্জস্যপূর্ণ সংস্কার সাধন করলেন কংগ্রেস সভানেত্রী। তবে সাধারণ সম্পাদকের পদ এবং হরিয়ানার দায়িত্ব দুটি থেকেই অব্যহতি দেওয়া হয়েছে গুলাম নবী আজাদকে। তবে দলের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে থাকছেন তিনি।  

সম্পাদক পদ থেকে যাদের সরিয়ে দেওয়া হয়েছে, আজাদ ছাড়াও সেই তালিকায় রয়েছেন, মোতিলাল ভোড়া, অম্বিকা সোনি, মল্লিকার্জুন খাড়গে এবং লুইজিনহো ফ্যালারিওর মতো শীর্ষ নেতা।পুনর্গঠিত নতুন কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন বর্ষীয়ান ও নেতা। পরিবর্তে দেখা যাবে কমবয়সী বেশ কয়েকজন নতুন নেতাকে।দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নতুন অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, সুরজেওয়ালা, জিতেন্দ্র সিং এবং তারিক আনোয়ার। 

এদিকে পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটির  তালিকায় স্থান হয়নি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। তবে স্থায়ী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গে দলীয় শাখার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে তাঁকে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ২৩ জনের চিঠিতে স্বাক্ষরকারী কনিষ্ঠ সদস্য জিতিন প্রসাদকে।

দলের সাংগঠনিক এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ে মতামত প্রদানের জন্য এদিন ৬ সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করেছেন সভানেত্রী সোনিয়া। সেখানে আছেন এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি,কে সি বেনুগোপাল, মুকুল ওয়াসনিক এবং রণদীপ সিং সূরজেওয়ালা। যদিও একজন অভিজ্ঞ, বর্ষীয়ান নেতা হিসেবে এখানেও জায়গা হয়নি আজাদের। 

 এদিন দলের কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষের তালিকাতেও বদল এনেছেন কংগ্রেস প্রধান। কংগ্রেস সেন্ট্রাল ইলেকশন অথরিটির চেয়ারম্যান পদে এসেছেন মধূসুদন মিস্ত্রী এবং সদস্য পদে রাজেশ মিশ্রর,কৃষ্ণ বায়রে গৌড়া,এস জোথিমনি,অরবিন্দর সিং লাভলি।কর্ণাটকে দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা। অসমে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিতেন্দ্র সিং। রাজস্থানে এই পদে এসেছেন অজয় মাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =