প্রধানমন্ত্রী গরিব-কল্যাণে কেন বাদ বাংলা? মোদিকে চিঠি অধীরের

প্রধানমন্ত্রী গরিব-কল্যাণে কেন বাদ বাংলা? মোদিকে চিঠি অধীরের

 নয়াদিল্লি: ঢাকঢোল পিটিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য গরিব কল্যাণ রোজগার যোজনার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ বিহার থেকে সেই যোজনার আনুষ্ঠানিক সূচনাও করেছেন তিনি৷ কিন্তু সেই তালিকায় থেকে এবারও বাদ পড়েছে বাংলার নাম৷কেন কেন্দ্রের যোজনা থেকে বঞ্চিত হবে বাংলা? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷

গরিব কল্যাণ রোজগার যোজনা প্রকল্প থেকে বাদ গিয়েছে বাংলার নাম৷ ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী৷ চিঠিতে লিখেছেন, ‘‘দেখে আশ্চর্য হলাম, গরিব কল্যাণ রোজগার যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গের একটি জেলার অন্তর্ভুক্ত করা হয়নি৷’’ দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন অধীর৷

কেন্দ্র সরকারের নয়া যোজনায় বাংলার নাম না থাকা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে৷ এক বাক্যে বিজেপিকে বিঁধেছে তৃণমূল ও বামফ্রন্ট৷ পাল্টা যুক্তি খাড়া করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

মাত্র ৪ ঘণ্টার নোটিসে গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী৷ করোনা আবহে রাতারাতি কাজ হারান দেশের কয়েক কোটি পরিযায়ী শ্রমিক৷ লকডাউনের পর আনলক পর্বে সেই শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে ‘প্রধানমন্ত্রী গরিবকল্যাণ রোজগার যোজনা’ নামে এক নতুন প্রকল্প চালু করছে কেন্দ্র৷ গত বৃহস্পতিবার দিল্লি থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ পরে বিহার থেকে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী৷

সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, প্রাথমিক ভাবে দেশের ৬টি রাজ্যের মোট ১১৬টি জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে৷ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওডিশায় এই প্রকল্প চালু করার ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ কিন্তু এই তালিকায় বাংলার নাম না থাকায় শুরু হয় বিতর্ক৷

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়, যে সব রাজ্যে সবথেকে বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক ফিরেছেন, তাদের প্রাথমিক ভাবে এই প্রকল্পের তালিকায় রাখা হয়েছে৷ যে সমস্ত জেলায় ন্যূনতম ২৫ হাজার পরিযায়ী শ্রমিক ফিরেছেন, সেই জেলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়৷ কিন্তু, প্রশ্ন উঠছে, বাংলায় কি এমন কোনও জেলা নেই যেখানে ২৫ হাজার পরিযায়ী শ্রমিক ফেরেননি? স্থানীয় কাজের অভাবে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, মালদহ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বহু বাসিন্দারা ভিন রাজ্য কাজ করেন৷ সংখ্যাটা কয়েক লক্ষ৷ কিন্তু, তা সত্ত্বেও বাংলার একটি জেলার নাম তালিকায় নেই? বিস্মিত রাজ্যের কয়েক লক্ষ শ্রমিক৷ যদিও, রাজ্য বিজেপি সভাপতির দাবি, পশ্চিমবঙ্গ সরকার এখনও কেন্দ্রকে পরিযায়ী শ্রমিকদের কোনও তথ্য পাঠায়নি৷ রাজ্য সরকার জানে না, বাংলায় কত পরিযায়ী শ্রমিক ফিরেছেন৷ তালিকা দিতে পারেনি বলে কেন্দ্রের সুযোগ মেলেনি বলে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়েছেন বঙ্গ বিজেরির সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *