প্রার্থী তালিকা তৈরি করছে কংগ্রেস, জোট কী আদৌ সম্ভব?

কলকাতা: বামেদের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনার দরজা খোলা রাখলেও রাজ্যের সবক’টি আসনে প্রার্থীর তালিকা প্রস্তুত রাখতে চলেছে প্রদেশ কংগ্রেস। বুধবার বিধানভবনে রাজ্য কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে, তৃণমূল ও বিজেপির মোকাবিলায় ঐক্যের কথা মাথায় রেখে বৈঠকের সময় দলের দুই গোষ্ঠীর বিক্ষোভ আর পাল্টা স্লোগানে সরগরম হয়ে উঠেছিল প্রদেশ দপ্তর। বামেদের সঙ্গে আসন বোঝাপড়া

প্রার্থী তালিকা তৈরি করছে কংগ্রেস, জোট কী আদৌ সম্ভব?

কলকাতা: বামেদের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনার দরজা খোলা রাখলেও রাজ্যের সবক’টি আসনে প্রার্থীর তালিকা প্রস্তুত রাখতে চলেছে প্রদেশ কংগ্রেস। বুধবার বিধানভবনে রাজ্য কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে, তৃণমূল ও বিজেপির মোকাবিলায় ঐক্যের কথা মাথায় রেখে বৈঠকের সময় দলের দুই গোষ্ঠীর বিক্ষোভ আর পাল্টা স্লোগানে সরগরম হয়ে উঠেছিল প্রদেশ দপ্তর।

বামেদের সঙ্গে আসন বোঝাপড়া নিয়ে একপ্রস্থ আলোচনা ইতিমধ্যেই শুরু করেছে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রায়গঞ্জ, পুরুলিয়া ও মুর্শিদাবাদ— এই তিনটি আসন সেই বোঝাপড়ার ক্ষেত্রে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রায়গঞ্জের বর্তমান সংসদ সদস্য সিপিএমের মহম্মদ সেলিম। গত লোকসভা ভোটে তিনি কংগ্রেসের দীপা দাশমুন্সিকে পরাজিত করে সংসদে গিয়েছিলেন। উত্তর দিনাজপুরের এই আসনে ফের দীপাকেই প্রার্থী করতে মরিয়া কংগ্রেস। জেতা আসন ধরে রাখতে সিপিএমও অনড়। পুরুলিয়া কেন্দ্রে দলীয় বিধায়ক নেপাল মাহাতকে প্রার্থী করতে বদ্ধপরিকর কংগ্রেস। বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক ইতিমধ্যেই দলের রাজ্য কমিটির বৈঠকে পুরুলিয়া আসনে তাদের প্রার্থীর নাম চুড়ান্ত করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সিপিআই, আরএসপি বাদে একমাত্র ফরওয়ার্ড ব্লক কোনও মতেই কংগ্রেসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি নয় বলে প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =