সিকর: সার্জিকাল স্টাইক নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, কংগ্রেস সরকারের সময় কোনও সার্জিকাল স্টাইক হয়নি। এই নিয়ে ‘মিথ্যা’ বলছে রাহুল গান্ধীর দল।
শুক্রবার এপ্রসঙ্গে মোদি বলেন, ‘সার্জিকাল স্টাইকের পর ওরা প্রথমে উপেক্ষা করছিল। তারপর এই নিয়ে বিরোধিতা শুরু করে। এখন বলছে, আমরাও করেছি।’ বৃহস্পতিবার কংগ্রেস মুখপাত্র রাজীব শুক্লা সাংবাদিক বৈঠক করে জানান, কংগ্রেস সরকারের সময় ৬টি সার্জিকাল স্টাইক হয়েছিল। প্রতিটির স্থান-তারিখ সহ উল্লেখ করেন তিনি। কংগ্রেসের এই দাবির পরিপ্রেক্ষিতে এদিন আক্রমণ শানান প্রধানমন্ত্রী।
এই ইস্যুতে কংগ্রেসের ‘মিথ্যা’ প্রমাণ করতে শুক্রবার মোদি বলেন, ‘এক নেতা বলেছিলেন, কংগ্রেস সরকারের সময় তিনটি সার্জিকাল স্টাইক হয়েছিল। চারমাসের মধ্যে সংখ্যাটা বেড়ে ৬ হয়ে গিয়েছে।’