কলকাতা: মানি হানি হয়ে গেলে রাজনীতিতে বিপর্যয় আসন্ন। ভোটের আগে জোটের সমীকরণ ফলপ্রসূ না হওয়াতেই কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। এদিন তিনি বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল বিরোধী জোট করাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। এনিয়ে কংগ্রেসের সঙ্গে কথাও হয়েছিল। তবে টাকার খেলা হয়েছে, টাকা নিয়ে জোট থেকে সরে দাঁড়িয়েছে কংগ্রেস। জোটের সিদ্ধান্তের মধ্যেই টাকার মানিব্যাগ উড়েছে, এই মানিব্যাগ যত ফুলে উঠেছে ততই বিপদ বেড়েছে। তাই জোটটা হল না। এদিন কংগ্রেসের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিমানবাবু।
এদিকে জোট পর্সঙ্গে টাকার খেলার অভিযোগ উড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, বামেরা বসে কংগ্রেসের আসন ঠিক করে দেবে তা নিশ্চই কাম্য নয়। খেলা যখন হয়েছে তখন ওঁরাই তদন্ত করে ঠিক করুক কারা টাকা নিয়েছেন। আমার কেন্দ্রে ওঁরা প্রার্থী ঠিক করে দেবেন এটা তো হতে পারে না। এখানে কোনও টাকার খেলা হয়নি। বিমানবাবুর যখন যা মনে হয় বলে দেন। বলছি তো বিমানবাবু, সূর্যবাবুরা জোট নিয়ে আমার সঙ্গে বসুন তারপর কথা হচ্ছে। এই যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল বিরোধী বামকংগ্রেস জোট হল না, তারজন্য দায়ী সিপিএম।