৩২ লক্ষ কর্মসংস্থান ও ৭২ লক্ষ টাকা অনুদান দেবে কংগ্রেস সরকার: রাহুল

রায়গঞ্জ: ফের বাংলায় দাঁড়িয়ে কর্মসংস্থান প্রসঙ্গে মমতা-মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বুধবার রায়গঞ্জে সভামঞ্চ থেকে রাহুল ঘোষণা করেন, কংগ্রেস ক্ষমতায় এলে ৩২ লক্ষ কর্মসংস্থান করা হবে৷ বলেন, ‘‘দেশে ২২ লক্ষ সরকারি চাকরি পড়ে রয়েছে৷ পঞ্চায়েতে ১০ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে৷ আমরা ক্ষমতা এসে ৩২ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব৷’’ এদিন মোদিকে কটাক্ষ করে বলেন,

৩২ লক্ষ কর্মসংস্থান ও ৭২ লক্ষ টাকা অনুদান দেবে কংগ্রেস সরকার: রাহুল

রায়গঞ্জ: ফের বাংলায় দাঁড়িয়ে কর্মসংস্থান প্রসঙ্গে মমতা-মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বুধবার রায়গঞ্জে সভামঞ্চ থেকে রাহুল ঘোষণা করেন, কংগ্রেস ক্ষমতায় এলে ৩২ লক্ষ কর্মসংস্থান করা হবে৷ বলেন, ‘‘দেশে ২২ লক্ষ সরকারি চাকরি পড়ে রয়েছে৷ পঞ্চায়েতে ১০ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে৷ আমরা ক্ষমতা এসে ৩২ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব৷’’

এদিন মোদিকে কটাক্ষ করে বলেন, ‘‘মোদি বলেছিলেন, ১০ কোটি কর্মসংস্থান দেবেন৷ কিন্তু, চৌকিদার তা করতে পারেনি৷ আমি ১০ কোটির কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিতে পারব না৷ আমি আপনার ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা দিতে পারব না৷ কারণ আমার নাম নরেন্দ্র মোদি না৷ আমি এটা বলতে পারি, ৩২ লক্ষ কর্মসংস্থান ও ৭২ লক্ষ টাকা দিতে পারব৷’’

এদিনের সংক্ষিপ্ত বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল৷ বলেন, ‘‘দিদি বলছে, কংগ্রেসের কিছুই করছে না৷ দিদি একাই মোদির বিরুদ্ধে লড়ছে৷ কিন্তু, আমি বলি, মোদিকে চৌকিদার কে বানাল৷ রাফাল দুর্নীতি কে প্রকাশ্যে আনল? আচ্ছা, বলুন তো, কংগ্রেস কি কখনও বিজেপির সঙ্গে জোট করেছিল৷ না৷ কোনও দিন করেনি৷ মমতাজি বিজেপির সঙ্গে জোট করেছিল৷’’

এদিন বাংলার কর্মসংস্থানকেও হাতিয়ার করেন রাহুল৷ বলেন, ‘‘মমতাজি বলেছিলেন, কাজ দেবেন৷ বলুন তো, আপনারা কেউ কাজ পেয়েছেন? বলুন তো, আপনাদের কৃষঋণ মকুব হয়েছে? হয়নি৷ কংগ্রেস সরকার এলে ঋণ মকুব করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =