কলকাতা: কাটমানি নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে পথে নামল প্রদেশ কংগ্রেস৷ বুধবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লালবাজার ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়৷ দুপুরে ওয়েলংটন স্কয়ারে কংগ্রেস কর্মীরা লালবাজার অভিযানের জন্য জমায়েত হন৷ তারপর সেখান থেকে ম্যাঙ্গোলেন মিছিল পৌঁছালে কংগ্রেস কর্মীদের আটকায় কলকাতা পুলিশ৷ শুরু হয় ধুন্ধুমার৷
ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলার সন্তোষ পাঠক বলেন, প্রায় ১০০ জন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা দাবি করছি কাটমানিকাণ্ডে নাম ওঠা কলকাতা পুরসভার কাউন্সিলারদের গ্রেপ্তার করতে হবে। না হলে কংগ্রেস ফের কলকাতায় পথে নামবে বলে জানান সন্তোষ পাঠক। তিনি আরও দাবি করেন, কাটমানিকাণ্ডে তৃণমূল নেতাদের আড়াল করছে লালবাজার, যা একেবারেই কাম্য নয় বলে মনে করেন সন্তোষ পাঠক৷