কর্মী খুনের ঘটনায় ডিএম ও এসপিকে অপসারণের দাবি কংগ্রেসের

কলকাতা: মুর্শিদাবাদের জেলাশাসক (ডিএম) ও পুলিস সুপারকে (এসপি) অপসারণের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভার ভগবানগোলায় নির্বাচনী হিংসায় কংগ্রেস কর্মী খুনের ঘটনার নেপথ্যে পুলিসি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন তিনি। একই অভিযোগে এদিন বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দলের যুব শাখা। আগামী ২৯ এপ্রিল ওই জেলার বহরমপুর কেন্দ্রে ভোটগ্রহণ।

aedb8f607b2ef8ba4cd59f3f05aede73

কর্মী খুনের ঘটনায় ডিএম ও এসপিকে অপসারণের দাবি কংগ্রেসের

কলকাতা: মুর্শিদাবাদের জেলাশাসক (ডিএম) ও পুলিস সুপারকে (এসপি) অপসারণের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভার ভগবানগোলায় নির্বাচনী হিংসায় কংগ্রেস কর্মী খুনের ঘটনার নেপথ্যে পুলিসি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন তিনি।

একই অভিযোগে এদিন বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দলের যুব শাখা। আগামী ২৯ এপ্রিল ওই জেলার বহরমপুর কেন্দ্রে ভোটগ্রহণ। জেলার বর্তমান জেলাশাসক এবং পুলিস সুপারকে অপসারণ না করলে বহরমপুরের ভোটেও রাজ্যের শাসকদল ভোট লুটের চেষ্টা করবে বলে মনে করেন কংগ্রেসের রাজ্য সভাপতি।

মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিস সুপার শাসকদলের তাঁবেদারি করে চলেছেন। তাঁদের ওই পদে বহাল রেখে ভোট করলে তা অবাধ ও সুষ্ঠু হবে না। এই আশঙ্কা থেকেই রাজ্যের পাশাপাশি দিল্লিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল প্রদেশ কংগ্রেস। সভাপতি সোমেনবাবু বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কমিশনের গোচরে আনা হয়েছিল ওই দুই শীর্ষ আধিকারিকের কার্যকলাপ। তিনি বলেন, তৃণমূলের হাতের পুতুলের মতো আচরণ করছেন ওই দুই সরকারি কর্তা। এদিন তিনি বলেন, কংগ্রেসের আশঙ্কাই এদিন সত্য বলে প্রমাণিত হল। প্রাণ গেল তাঁদের দলীয় কর্মীর। সোমেনবাবুর মতে, কমিশন গুরুত্ব দিয়ে তাঁদের আর্জি বিবেচনা করলে এদিনের দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *