Aajbikel

২১-এর নির্বাচনে নতুন ‘টিম’ অধীরের, তালিকায় কাঁরা আছে জানেন?

 | 
২১-এর নির্বাচনে নতুন ‘টিম’ অধীরের, তালিকায় কাঁরা আছে জানেন?
 

কলকাতা: সোমেন মিত্রর প্রয়ানের পর ফের প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বসেছেন অধীর রঞ্জন চৌধুরী৷ বাংলায় কংগ্রেসের যা দুরাবস্থা তাতে একুশের বিধানসভা নির্বাচনে দলের কাণ্ডারি যে তিনিই হবেন তাতে বিশেষ সন্দেহ নেই৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস যখন মোদী ঝড়ে বিপর্যস্ত তখনও নিজের গড় শক্ত হাতে সামলে নিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী৷ বহু চেষ্টা সত্ত্বেও মুর্শিদাবাদে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল৷ তার অসাধারণ পারফরম্যান্সে ভরসা রেখেই একুশের নির্বাচনেও তাঁর ওপরই আস্থা রেখেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ বিধানসভা নির্বাচনকে পাথির চোখ করে প্রদেশে কংগ্রেসের সভাপতির পদে বসেছেন অধীর চৌধুরী৷ চলছে বামেদের সঙ্গে জোট গঠনের কাজ৷ আর তারই ফাঁকে বাংলা ভোটে নিজের টিম কার্যত তৈরি করে নিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর৷ এই টিমকে সামনে রেখে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন প্রদেশ সভাপতি৷

একুশের নির্বাচনের দিকে তাকিয়ে বেশ কয়েকটি কমিটি গঠন করেছে কংগ্রেস৷ আর তাতেই সিলমোহর দিয়েছে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী৷ তৈরি করা হয়েছে মোট চারটি কমিটি, কো-অর্ডিনেশন কমিটি, ক্যাম্পেইন কমিটি, ম্যানিফেস্টো কমিটি ও কমিউনিকেশন কমিটি৷ এই কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে৷ এই কমিটির কনভেনারের দায়িত্বে রয়েছেন দিব্যেন্দু মিত্র ও বাদল ভট্টাচার্য৷ ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিত মুখোপাধ্যায়কে৷ পাশাপাশি এই কমিটির কনভেনারের পদে রয়েছেন তুলসী মুখোপাধ্যায়৷

একইসঙ্গে বাকী দুটি কমিটিতেও রয়েছে বেশ কিছু চেনা মুখ৷ ইস্তেহার বা ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান রাজ্যের বিধায়ক আবদুল মান্নান৷ কনভেনারের পদে রয়েছেন অমিতাভ চক্রবর্তী৷ কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে সৌম্য আইচ রায়কে৷ কনভেনারের পদে রয়েছেন নিলয় প্রামাণিক৷ প্রসঙ্গত, ২০১৬এর নির্বাচনে অধীর চৌধুরী লড়েছিলেন বামকে সঙ্গে নিয়ে। তৃণমূলকে কঠিন লড়াই পরিস্থিতি দেওয়ার চেষ্টা করলেও, সেরকম ফল করতে পারেনি বাম-কং-এর সেই জোট। একুশেরও বামেদের সঙ্গে নিয়েই চলতে চান অধীর চৌধুরী। তবে একইসঙ্গে শক্তিশালী করতে চান নিজের টিমকেও৷ যেসব জনতা তৃণমূলও বিজেপির থেকে মুখ ঘুরিয়েছেন তাদের যাতে আশার আলো এই জোট, তেমনই চলছে পরিকল্পনা৷ লক্ষ্য তৃণমূল ও বিজেপিকে রোখা৷

চিরকালই নিজের বক্তব্য ও চিন্তা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছেন অধীর। তবে তাতে দলের অন্দরেও সমালোচনা শুনতে হয়েছে তাকে, হয়েছেন বিরাগভাজনও । ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে মাঠে নামে কংগ্রেস। অগ্রণী ভূমিকা নিয়েছিলেন অধীর। মমতা ফের সরকারে এলেও তাঁর নেতৃত্বেই রাজ্যে ৪৪টি সিট দখল করে প্রধান বিরোধী দলের তকমা পায় কংগ্রেস৷

Around The Web

Trending News

You May like