কলকাতা: বামেদের সঙ্গে জোট জল্পনায় শেষ পেরেক পুঁতে বাংলার ২৬ আসনে প্রার্থী ঘোষণা করল প্রদেশ কংগ্রেস৷ আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে বাংলার জন্য ২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়৷ আর আগে গত ১৯ মার্চ বাংলায় কংগ্রেসের তরফে ১১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷ সব মিলিয়ে আজ ৩৫ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস৷
কংগ্রেসের ঘোষিত প্রার্থীরা হলেন:
কলকাতা দক্ষিণ কেন্দ্রে মিতা চক্রবর্তী, শ্রীরামপুরে দেবব্রত বিশ্বাস, ঝাড়গ্রামে যোগেশ্বর হেমব্রেম, আরামবাগে জ্যোতি দাস, বিষ্ণুপুরে নারায়ণচন্দ্র খাঁ, বোলপুরে অভিজিৎ সাহা, বারাকপুরে মহম্মদ আলম, বীরভূমে ইমাম হোসেন, মথুরাপুরে কৃত্তিবাস সর্দার, দমদমে সৌরভ সাহা, রানাঘাটে মিনতি বিশ্বাস, বারাসতে সুব্রত দত্ত, জয়নগরে তপন মণ্ডল, হাওড়ায় শুভ্রা ঘোষ, হুগলীতে প্রতুল সাহা, কাঁথিতে দীপক কুমার দাস, মেদিনীপুরে শম্ভুনাথ চট্টোপাধ্যায়, ডায়মন্ডহারবারে সৌম্য আইচ রায়, বনগাঁয় সৌরভ প্রসাদ, বসিরহাটে কাজি আবদুর রহিম, জয়নগরে তপন মণ্ডল, বর্ধমান পূর্বে সিদ্ধার্থ মজুমদার, বর্ধমান-দুর্গাপুরে রণজিৎ মুখোপাধ্যায়, কৃষ্ণনগরে ইনতাজ আলি শাহ, উলুবেড়িয়ায় সোমা রাণীশ্রী রায়ের নাম।
Congress party releases a list of 26 candidates in Maharashtra and West Bengal for #LokSabhaElections2019 . Sanjay Nirupam to contest from Mumbai North-West (Maharashtra). pic.twitter.com/Ddlo22ibuS
— ANI (@ANI) March 25, 2019
কোচবিহারে প্রিয় রায়চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়িতে মণিকুমার ডার্নাল, দার্জিলিঙে শঙ্কর মালাকার, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তরে ঈশা খান চৌধুরী, মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিৎ মুখার্জি, বহরমপুরে অধীর চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা।
অন্যদিকে, ২০১১ সালের পর ২০১৬ সালে আশায় বুক বেঁধেছিলেন কংগ্রেস কর্মীরা, এ বার তাঁদের দল একাই লড়বে। কিন্তু সে ইচ্ছে পূরণ হয়নি। বামেদের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের ভোট প্রচারে নামতে হয়েছিল। ‘হাত’ আঁকতে গিয়ে কোথাও হাত কেঁপেছিল সিপিএম কর্মীদের, কোথাও আবার কাস্তের সঙ্গে হাতুড়ির মেলবন্ধনের ছবি আঁকতে গিয়ে ঘাম মুছতে হয়েছিল কংগ্রেস কর্মীদের। এত কিছু করেও সেভাবে লাভ হয়নি কোনও দলের। তাই এ বার জোট ভেস্তে যাওয়ায় খুশি কংগ্রেস কর্মীরা।