বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূলমুখী কংগ্রেস? জল্পনা তুঙ্গে

জোট করবে কংগ্রেস ও তৃণমূল? আগামী দিনে বাংলায় জোট করবে কংগ্রেস ও তৃণমূল? না, এখনও পর্যন্ত এমন কোনও রাজ্য কংগ্রেস নেতার বক্তব্য সামনে আসেনি যাতে…

Congress Trinamool Alliance Bengal Politics Rahul Gandhi Opposition leader Rahul Gandhi Rahul Gandhi political struggle

জোট করবে কংগ্রেস ও তৃণমূল?

আগামী দিনে বাংলায় জোট করবে কংগ্রেস ও তৃণমূল? না, এখনও পর্যন্ত এমন কোনও রাজ্য কংগ্রেস নেতার বক্তব্য সামনে আসেনি যাতে বলা যাবে তাঁরা বামেদের সঙ্গে জোট ভেঙে আগামী দিনে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চলেছেন। কিন্তু তা সত্ত্বেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

উপনির্বাচনে আসন দ্বন্দ্ব!

কোন পরিস্থিতির জেরে রাজ্য রাজনীতিতে এমন চর্চা কিছুটা হলেও শুরু হয়েছে? ঘটনা হল রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসকে রায়গঞ্জ আসন ছেড়ে বাকি তিনটি, অর্থাৎ মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। কিন্তু কংগ্রেস স্পষ্ট বলে দিয়েছে বাগদা আসনটিও তাদের ছাড়তে হবে। সেখানে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। কিন্তু বামেদের তরফে কোনও সাড়া না পাওয়ায় মঙ্গলবার বাগদা বিধানসভা কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস।

কংগ্রেস ও বামেদের জোট ভেঙে যাবে?

আর তাতেই জল্পনা শুরু হয়েছে, তবে কী রাজ্যে কংগ্রেস ও বামেদের জোট এবার ভেঙে যাবে? কারণ ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেসের জোট হওয়ার পর তা দীর্ঘস্থায়ী হয়নি। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। আর তাতেই প্রশ্ন উঠছে সেক্ষেত্রে কি তখন হাইকমান্ডের নির্দেশে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে বাধ্য হবে রাজ্য কংগ্রেস? অর্থাৎ আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূল জোট করে লড়বে ২০১১ সালের মতো?

কংগ্রেস ও বামেদের মধ্যে টানাপড়েন

এই প্রশ্নের উত্তর এখন নিশ্চিত ভাবে পাওয়া যাবে না। কিন্তু যেহেতু রাজনীতিকে বলা হয় সম্ভাবনার শিল্প, তাই কোনও কিছুকেই উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে হাইকমান্ডের এমন কড়া নির্দেশ আসলে বিষয়টিকে তেতো নিমপাতার মতো গিলতে হবে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে। সবমিলিয়ে রাজ্যের উপনির্বাচন ঘিরে কংগ্রেস ও বামেদের মধ্যে যে টানাপড়েন শুরু হয়েছে তা নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দল ছাড়বেন অধীর?

তবে এটা ঠিক যে সেই পরিস্থিতি তৈরি হলে তা কিছুতেই মেনে নেবেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেক্ষেত্রে তিনি তখন দল ছাড়বেন কিনা সেটাও অন্যতম দেখার বিষয় হয়ে উঠবে। তবে এ সমস্ত কিছুই জল্পনা। কিন্তু এটা বলতেই হবে অতীতে রাজ্য রাজনীতিতে যে বিভিন্ন সমীকরণ দেখা গিয়েছে, তাতে কোনও কিছুকেই আর আগামী দিনে অসম্ভব বলে মনে হচ্ছে না। তাই রাজ্য রাজনীতির গতিপথে নতুন কোনও বাঁক আসে কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন- 

এনসিইআরটি’র পদক্ষেপে তীব্র বিতর্ক

পরিস্থিতি বেগতিক! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ছক

প্রিমিয়ার ট্রেনের নিরাপত্তা নিয়েই কী বেশি চিন্তিত রেল? 

ফের হুঁশিয়ারি রাজ্যপালের! আদৌ অভিঘাত হবে? 

Politics: Learn about the possibility of Congress and Trinamool forming an alliance in West Bengal. Find out why this move is being considered and what it means for the state’s political landscape.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *