Aajbikel

কর্ণাটকের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে কে? কী হতে পারে কর্ণাটকের ফলাফল?

 | 
ভোট

মিশন লোটাসের বিপদ বাড়িয়ে দিচ্ছে কর্ণাটক বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা। যেখানে বেশিরভাগ সমীক্ষায় বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস। অনেক কষ্টে কর্ণাটকে পদ্ম ফোটানো বিজেপি তাই বুথ ফেরত সমীক্ষায় অসনির সংকেতই দেখছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌঢ়ার দল জেডিএসের ভূমিকা। আগামী শনিবার কর্ণাটকে ভোট ফল ১৩ মে। ২২৪ আসনের বিধানসভায় মোট পাঁচটি বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস। দেখে নেওয়া যাক,


এবিপি সি-ভোটার:  
বিজেপি-৮৩-৯৫
কংগ্রেস-১০০-১১২
জেডিএস-২১-২৯


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া
বিজেপি- ৬২-৮০
কংগ্রেস-১২২-১৪০
জেডিএস- ২৪-৩২

রিপাবলিক টিভি মার্ক
বিজেপি- ৮৫-১০০
কংগ্রেস- ৯৪-১০৮
জেডিএস- ২৪-৩২

টিভি৯-পোলস্ট্র্যাট
বিজেপি- ৮৮-৯৮
কংগ্রেস- ৯৯-১০৯
জেডিএস- ২১-২৬

জি নিউজ ম্যাট্রিজ
বিজেপি- ৭৯-৯৪
কংগ্রেস- ৯৯-১০৯
জেডিএস- ২১-২৬

বুথ ফেরত সমীক্ষা বলছে, বিধানসভা ভোটে ক্ষমতাসীন হতেই পারে কংগ্রেস। অন্তত ১২২-১৪০ আসন জিতে যেতে পারে কংগ্রেস। বিজেপির দখলে যেতে পারে ৬২ থেকে ৮০টি আসন। জেডিএস পেতে পারে ২০ থেকে ২৫ টি আসন। এর মধ্যেও কয়েকটি বিষয় নজর দেওয়ার মতো। আর তা হল- সমীক্ষার পূর্বাভাসে কর্ণাটকের প্রধান এলাকাগুলিতে বিজেপি-কংগ্রেসের মধ্যে ফাড়াক কতটা- 

ওল্ড মাইসর
কংগ্রেস-৩৬ আসন
বিজেপি-৬ আসন
জেডিএস-১৮ আসন

মহারাষ্ট্র কর্ণাটক 
কংগ্রেস-২৮ আসন
বিজেপি- ২১ আসন
জেডিএস-১ আসন

হায়দরাবাদ কর্ণাটক
কংগ্রেস- ভোট পেতে পারে ৪৮ শতাংশ
বিজেপি-৩৬ শতাংশ
জেডিএস-১৩ শতাংশ

বেঙ্গালুরু
কংগ্রেস-১৭ আসন
বিজেপি-১০ আসন
জেডিএস-১ আসন

মধ্য কর্ণাটক 
বিজেপি- ভোট পেতে পারে ৩৫ শতাংশ 
কংগ্রেস- ৪১ শতাংশ 
জেডিএস- ১৭ শতাংশ 

যদিও উপকূলবর্তী এলাকায় বিজেপির জন্য সুখবর। সেখানে ৫০ শতাংসের বেশি আসন পেতে পারে বিজেপি। ১৯ আসনের মধ্যে ১৬টি জিতে যেতে পারে বিজেপি। মাত্র ৩ টি পেতে পেতে পারে কংগ্রেস। কর্ণাটকে প্রতি পাঁচ বছর অন্তর যে পরিবর্তনের ধারা চলে আসছে তা ভাঙতে চায় বিজেপি। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত- চার দশক ধরে চলে আসা ধারাই বহাল থাকবে কর্ণাটকে। 

Around The Web

Trending News

You May like