মুর্শিদাবাদ: তৃতীয় দফায় প্রথম বলি মুর্শিদাবাদে৷ কংগ্রেসের কর্মীর মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে কাদা ছোঁড়াছুড়ি শুরু হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মুর্শিদাবাদের ভগবানগোলার ১৮৮ নং বুথ এলাকার বাসিন্দারা৷
স্থানীয় মহিলাদের অভিযোগ, মুথের বাইরে কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ চলাকালীন কিছুই করেনি কেন্দ্রীয় বাহিনী৷ অশান্তি ঠেকানোর পরিবর্তে ঘরের দরজা বন্ধ করে নিজেদের আড়াল করার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা৷ ওই এলাকার এক মহিলা বলেন, ‘‘যখন দুই পার্টির ঝামেলা হচ্ছিল, তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘরের দরজা বন্ধ করে বুথের মধ্যে ঢুকে যায়৷ ওরা থাকার পরও কীভাবে এতবড় ঘটনা ঘটল?’’
কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষের জেরে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে৷ মৃতের নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ৷ ঘটনায় জখম উভয় দলের বেশ কয়েকজন কর্মী৷ মুর্শিদাবাদের ভগবানগোলার ঘটনা৷ ঘটনার খবর পেতেই জেলা প্রশাসনের রিপোর্ট তলব করল কমিশন।
জানা গিয়েছে, রানিতলা বালিগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন টিয়ারুল। সেই সময়ই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি৷ মাথায় ও পেটে কোপ লাগে তাঁর৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর৷ অভিযোগ, বাঁশ ও লাঠির আঘাতে গুরুতর জখম হন আব্দুল কালাম টিয়ারুল শেখ-সব উভয় পক্ষের কয়েকজন৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় বেহবুব শেখ নামের আরও এক কংগ্রেস কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিনের এই ঘটনার খবর পেয়ে ভগবানগোলা হাসপাতালে যান কংগ্রেস প্রার্থী৷ ভোটে সন্ত্রাস চালাতে এই হামলা বলে অভিযোগ তুলেছে কংগ্রেস৷
অভিযোগ, আজ দুপুরে ১৮৮ নং বুথে কংগ্রেস-তৃণমূলের মধ্যে সংঘর্ষে হাঁসুয়ার আঘাতে দু’পক্ষের তিনজন গুরুতরভাবে জখম হন। এরপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁদের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তি কংগ্রেস কর্মী বলে জানা যাচ্ছে। নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, সন্ত্রাস ছড়াতেই তৃণমূল এই সংঘর্ষ করে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
অন্যদিকে, বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রানিনগরের রাজাপুরে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে মুখ গামছা বেঁধে ব্যাপক বোমাবাজি করছে দুষ্কৃতীরা। তারা শাসকদলের আশ্রিত বলে অভিযোগ বিরোধীদের। রাস্তাতে ইতস্তত ছড়িয়ে রযেছে বোমা। পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে৷ স্থানীয় ভোটারদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷
অন্যদিকে, আজ সকাল থেকে তপ্ত হয়ে ওঠে ডোমকল৷ সকাল ১০টা নাগাদ ব্যাপক বোমাবাজির অভিযোগ৷ টিকটিকিপাড়া প্রাথমিক স্কুলের বাইরে বোমাবাজির অভিযোগ৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ এলাকায় সকেট বোমা ফাঁটানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ স্কুলের পাশের জঙ্গল পড়ে রয়েছে একাধিক বোমা৷ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু তাজা বোমা৷ সকাল ১০টা নাগাদ ঘটনা ঘটলেও ১২টা নাগাদ ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷
অন্যদিকে, বুথের বাইরে জটলা ভাঙতে গিয়ে নিরীহ ভোটারদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ পুলিশ তাণ্ডবে বাদ গেল শিশুও৷ পুলিশের লাঠির বাড়িতে জখম দুই শিশু-সহ বেশ কয়েকজন ভোটার৷ লন্ডভণ্ড রাজনৈতিক দলের বুথ অফিস৷ জঙ্গিপুরের সতির হরিপুরের ঘটনা৷
অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের জটলা ভাঙতে যায় পুলিশ৷ ভোটারদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলে শুরু হয় বিবাদ৷ পুলিশকর্মীদের সঙ্গে তর্ক জুড়েদেন স্থানীয় ভোটাররা৷ এরপরই জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ৷ পুলিশের লাঠির বাড়িতে জখম হন বেশ কয়েকজন ভোটার৷
ভগবানগোলায় ১৮৮ নম্বর বুথে অশান্তি৷ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে৷ ভগবানগোলায় সিপিএমের এজেন্টকে মারধরের অভিযোগ৷ মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ হরিহরপাড়ায় আক্রান্ত কংগ্রেসের এজেন্টক৷ এলাকায় উত্তেজনা তৈরি করতে শূন্যগুলি৷
মুর্শিদাবাদের ডোমকলে কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা। ভোটগ্রহণ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই অশান্তি ডোমকলে। বুথের ৩০০ মিটারের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারিকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকেও। তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি। সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। আহত তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারির অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে। ডোমকলের ২২ নং বুথে পৌঁছে গিয়েছে মহকুমা আরক্ষা আধিকারিক৷ তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷
রাজ্যে তৃতীয় দফায় বাংলার পাঁচ আসনে ভোট৷ উত্তর ও দক্ষিণ মালদহ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আজ নির্বাচন৷ তৃতীয় দফা নির্বাচনে রাজ্যে মোতায়েন ৩২৪ কোম্পানি আধা সেনা৷ গড়ে ৯২ শতাংশ বুথে আধা সেনা রয়েছে৷ নদিয়ায় ১০, মুর্শিদাবাদে ১৪০, মালদহে ১০৬, উত্তর দিনাজপুরে ৮, দক্ষিণ দিনাজপুরে ৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন রয়েছে৷