নকল মোদির বিরুদ্ধে নোটিস পাঠাল কমিশন

বারাণসী: দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতোই। হাবে-ভাবে আর কথাবার্তাতেও তিনি প্রধানমন্ত্রীরই নকল করেন। এমনকী ভাষণ শুরু করলে ‘মিত্রোঁ’ বলে মানুষকে সম্বোধনও করেন। কিন্তু মোদির ডামি অভিনন্দন পাঠক আদতে মোদি-বিরোধী। এবারের লোকসভা নির্বাচনে তিনি ইতিমধ্যেই লখনউ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার মোদির বারাণসী কেন্দ্র থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। তবে তাঁর ‘এক ভোট এক নোট’

নকল মোদির বিরুদ্ধে নোটিস পাঠাল কমিশন

বারাণসী: দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতোই। হাবে-ভাবে আর কথাবার্তাতেও তিনি প্রধানমন্ত্রীরই নকল করেন। এমনকী ভাষণ শুরু করলে ‘মিত্রোঁ’ বলে মানুষকে সম্বোধনও করেন। কিন্তু মোদির ডামি অভিনন্দন পাঠক আদতে মোদি-বিরোধী।

এবারের লোকসভা নির্বাচনে তিনি ইতিমধ্যেই লখনউ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার মোদির বারাণসী কেন্দ্র থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। তবে তাঁর ‘এক ভোট এক নোট’ স্লোগানের জন্য নির্বাচন কমিশন তাঁকে নোটিস পাঠিয়েছে।

জেলাশাসক কৌশলরাজ শর্মা বলেন, ওই স্লোগানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। সেকারণেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে হবে। নাহলে নিয়মমতো তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =