কলকাতা: নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বাংলায় রামনবমী উৎসব পালন নিয়ে রাজ্যবাসীকে বাড়তি সতর্ক থাকার আবেদন জানাল সিপিএম। একই সঙ্গে তারা নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের কাছেও আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
ভোটের কথা মাথায় রেখে মেরুকরণের রাজনীতিকে প্রশ্রয় দিতে আগামী রবিবার এই উৎসব পালনকে ঘিরে বিজেপি এবং তৃণমূল রেষারেষি করবে বলে তাদের আশঙ্কা। গত দু’বছর রামনবমী উৎসব নিয়ে রাজ্যের নানা প্রান্তে ঘটে যাওয়া গোলমালের পরিপ্রেক্ষিতেই তারা এই আশঙ্কা করে আগাম বাড়তি সতর্কতার আর্জি জানিয়েছে।
বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এক বিবৃতিতে এই আবেদন করেছেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন রাজ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে অন্যতম হল রামনবমী। গোটা দেশের সঙ্গে রাজ্যেও আগামী রবিবার এই উৎসব হওয়ার কথা।
গত দু’বছর ধরে এই উৎসবকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের শাসক দল প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। গতবছর এই উৎসবকে ঘিরে রাজ্যের নানা প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেছিল। নিরপরাধ এক কিশোরের নৃশংস মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছিল বাংলা। ধর্মীয় অনুষ্ঠান পালনের নামে সশস্ত্র মারমুখী মিছিল হয়েছে। বিজেপি এবং তৃণমূল মেরুকরণের রাজনীতির মাধ্যমে ফায়দা নেওয়ার জন্য এবার ভোটের বাজারে এই উৎসবকে কেন্দ্র করে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে বলে আভাস মিলেছে।