কলকাতায় আসছি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন: অমিত শাহ

ক্যানিং: বাংলায় দাঁড়িয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ নাম না করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ৷ জয়নগরের সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ জানান অমিত৷ তোলেন ‘জয় শ্রীরাম’ বিতর্ক৷ বলেন, ‘‘বাংলায় জয় শ্রীরাম বললে এখানে গ্রেপ্তার করা হয়৷ আমি জয় শ্রীরাম স্লোগান দিলাম৷ ক্ষমতা থাকলে আমাকে

কলকাতায় আসছি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন: অমিত শাহ

ক্যানিং: বাংলায় দাঁড়িয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ নাম না করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ৷ জয়নগরের  সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ জানান অমিত৷ তোলেন ‘জয় শ্রীরাম’ বিতর্ক৷

বলেন, ‘‘বাংলায় জয় শ্রীরাম বললে এখানে গ্রেপ্তার করা হয়৷ আমি জয় শ্রীরাম স্লোগান দিলাম৷ ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন৷ আমি কলকাতায় আসছি৷’’ বারইপুরে সভা বাতিল হওয়ায় প্রসঙ্গে বলেন, ‘‘সভার অনুমতি না দিন, কথা বলতে না দিন, তাতে কিছুই হবে না। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে৷’’

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘এখানে সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়৷ কোনও কাজ করতে গেলে এখানে ভাতিজা (ভাইপো) ট্যাক্স দিতে হয়৷ আপনারা কী ভাতিজা ট্যাক্স দিতে চান?’’ আর সেই কারণে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান মোদির সেনাপতী৷ জানান, বিজেপি ক্ষমতায় এসলে সোনার বাংলা করা দেওয়া হবে৷ অমিতের কটাক্ষ, ‘সোনার বাংলাকে মমতা দিদি কাঙাল বাংলা বানিয়েছেন৷ পুরো বাংলার উন্নয়ন থামিয়ে দিয়েছেন দিদি৷’’

বাংলায় পুজোপাঠ নিয়ে বিতর্ক আরও একবার খুঁচিয়ে তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘এ রাজ্যে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয় না৷ রাজ্যে সরস্বতী পুজোর অনুমতি মেলে না৷ আপনারাই বলুন, এ রাজ্যে দুর্গাপুজো, সরস্বতী পুজোর অনুমতি দেওয়া উচিত কি উচিত নয়?’’ এনআরসি প্রসঙ্গে বলেন, ‘‘ এটা স্পষ্ট করে বলতে চাই হিন্দু, খ্রিস্টান যারাই অত্যাচারিত হয়ে এ রাজ্যে আশ্রয় নিয়েছে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷ এক বার মোদির সরকার বানিয়ে দিন, এ রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *