ক্যানিং: বাংলায় দাঁড়িয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ নাম না করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ৷ জয়নগরের সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ জানান অমিত৷ তোলেন ‘জয় শ্রীরাম’ বিতর্ক৷
বলেন, ‘‘বাংলায় জয় শ্রীরাম বললে এখানে গ্রেপ্তার করা হয়৷ আমি জয় শ্রীরাম স্লোগান দিলাম৷ ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন৷ আমি কলকাতায় আসছি৷’’ বারইপুরে সভা বাতিল হওয়ায় প্রসঙ্গে বলেন, ‘‘সভার অনুমতি না দিন, কথা বলতে না দিন, তাতে কিছুই হবে না। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে৷’’
BJP President Amit Shah in Joynagar, West Bengal: I was to visit 3 places today, but Mamata’s ji’s nephew is contesting from one of the seats so she is scared her nephew will lose, and that’s why she cancelled the permission for our rally. pic.twitter.com/XVfbZPK0o0
— ANI (@ANI) May 13, 2019
নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘এখানে সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়৷ কোনও কাজ করতে গেলে এখানে ভাতিজা (ভাইপো) ট্যাক্স দিতে হয়৷ আপনারা কী ভাতিজা ট্যাক্স দিতে চান?’’ আর সেই কারণে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান মোদির সেনাপতী৷ জানান, বিজেপি ক্ষমতায় এসলে সোনার বাংলা করা দেওয়া হবে৷ অমিতের কটাক্ষ, ‘সোনার বাংলাকে মমতা দিদি কাঙাল বাংলা বানিয়েছেন৷ পুরো বাংলার উন্নয়ন থামিয়ে দিয়েছেন দিদি৷’’
বাংলায় পুজোপাঠ নিয়ে বিতর্ক আরও একবার খুঁচিয়ে তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘এ রাজ্যে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয় না৷ রাজ্যে সরস্বতী পুজোর অনুমতি মেলে না৷ আপনারাই বলুন, এ রাজ্যে দুর্গাপুজো, সরস্বতী পুজোর অনুমতি দেওয়া উচিত কি উচিত নয়?’’ এনআরসি প্রসঙ্গে বলেন, ‘‘ এটা স্পষ্ট করে বলতে চাই হিন্দু, খ্রিস্টান যারাই অত্যাচারিত হয়ে এ রাজ্যে আশ্রয় নিয়েছে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷ এক বার মোদির সরকার বানিয়ে দিন, এ রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে৷’’