জ্বালানো যাবে না কয়লার উনুন, নয়া নিষেধাজ্ঞা রাজ্যের!

কলকাতা: দূষণ রুখতে প্রকাশ্যে কয়লার উনুন জ্বানানোর উপর নিষেধাজ্ঞা আনতে চলেছে রাজ্য৷কলকাতা থেকে শুরু করে হাওড়া ও বিধাননগর পুর এলাকায় রাস্তায় কয়লার উনুন জ্বলানোর উপর আসছে নিষেধাজ্ঞা৷ সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, কলকাতায় ১৪,৫০০, হাওড়ায় ২,৬০০ ও বিধাননগরে ২,৫০০ জন কয়লার উনুন জ্বালান৷ রাস্তার উপর প্রতিদিন জ্বানানো হয় কয়লার উনুন৷ প্রায় ২২ হাজার বেশি

জ্বালানো যাবে না কয়লার উনুন, নয়া নিষেধাজ্ঞা রাজ্যের!

কলকাতা: দূষণ রুখতে প্রকাশ্যে কয়লার উনুন জ্বানানোর উপর নিষেধাজ্ঞা আনতে চলেছে রাজ্য৷কলকাতা থেকে শুরু করে হাওড়া ও বিধাননগর পুর এলাকায় রাস্তায় কয়লার উনুন জ্বলানোর উপর আসছে নিষেধাজ্ঞা৷

সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, কলকাতায় ১৪,৫০০, হাওড়ায় ২,৬০০ ও বিধাননগরে ২,৫০০ জন কয়লার উনুন জ্বালান৷ রাস্তার উপর প্রতিদিন জ্বানানো হয় কয়লার উনুন৷ প্রায় ২২ হাজার বেশি মানুষ উনুন জ্বালান৷ মূলত, রাস্তার ধারে বসে থাকা হকার থেকে শুরু করে বস্তিবাসীরা এই উনুন জ্বালিয়ে থাকেন৷ উনুনের ধোঁয়ায় দূষণ বাড়ছে৷

আর এই দূষণ কমাতে উনুন বন্ধ করে গ্যাস বিলির সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ দপ্তর৷ ২৫০০ জনকে চিহ্নিত করেছে ১ হাজার ৮০০ জনকে গ্যাসের ওভেন দেওয়া হয়েছে বলে খবর৷ বাকিদেরও খুব শীঘ্রই গ্যাসের ওভেন দেওয়া হবে বলে খবর৷ আর তাতেই তিন শহরে দূষণের কমবে বলে মনে করছে পরিবেশ দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =