বন্ধ বিধানসভার গেট! বাইরে অপেক্ষা ‘অপমানিত’ রাজ্যপাল

কলকাতা: বন্ধ বিধানসভা গেটে৷ অগত্যা রাজ্যপালের জন্য নির্ধারিত ৩ নম্বর গেটের বাইরে অপেক্ষার পর পায়ে হেটে সাধারণ গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ বিধানসভায় ঢুকে সরাসরি চলে যান গ্রন্থাগারের দিকে৷ পূর্বনির্ধারিত সূচি মেনে বিধানসভায় যাওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল৷ সেই মর্মে আজ সাড়ে ১০টা নাগাদ বিধানসভায় যান তিনি৷ কিন্তু, রাজ্যের সাংবিধানিক প্রধানের প্রোটোকল অনুযায়ী

f1b80ae297735e93d4f8cfd9e9f036ea

বন্ধ বিধানসভার গেট! বাইরে অপেক্ষা ‘অপমানিত’ রাজ্যপাল

কলকাতা: বন্ধ বিধানসভা গেটে৷ অগত্যা রাজ্যপালের জন্য নির্ধারিত ৩ নম্বর গেটের বাইরে অপেক্ষার পর পায়ে হেটে সাধারণ গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ বিধানসভায় ঢুকে সরাসরি চলে যান গ্রন্থাগারের দিকে৷

পূর্বনির্ধারিত সূচি মেনে বিধানসভায় যাওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল৷ সেই মর্মে আজ সাড়ে ১০টা নাগাদ বিধানসভায় যান তিনি৷ কিন্তু, রাজ্যের সাংবিধানিক প্রধানের প্রোটোকল অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে সচিব, কাউকেই দেখা গেল না রাজ্যপালকে স্বাগত জানাতে৷ মার্শালের কাছেও গেট খোলার অনুমতি ছিল না৷

অগত্যা রাষ্ট্রপতি ও রাজ্যপালের জন্য নির্ধারিত বিধানসভার গেটের বাইরে অপেক্ষা করলেন রাজ্যপাল৷ সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি৷ পরে নির্ধারিত গেট ছেড়ে পায়ে হেঁটে সাধারণ গেট দিয়ে বিধানসভায় ঢোকানে রাজ্যপাল৷

বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে রাজ্যপালেন মন্তব্য, ‘‘অধিবেশন স্থগিত মানেই বিধানসভা বন্ধ, কিংবা ছুটিতে চলে যেতে পারে না৷ কেন আমার জন্য গেট খুলে রাখা হল না? কেন আমাকে স্বাগত জানাতে এলেন না কোন আধিকারিক? আমি তো আজ বিধানসভার লাইবেরি পরিদর্শনে এসেছিলাম৷ কিন্তু কোন আধিকারিক কিংবা অধ্যক্ষের দেখা পেলাম না৷ এটা সত্যি লজ্জাজনক৷ দুঃখজনক৷ গণতন্ত্র এভাবে চলতে পারে না৷ এই ঘটনায় তিনি অপমানিত বলেও মন্তব্য করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *