মৃত্যুদণ্ড অপসারণের দাবি

কলকাতা : লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যে প্রার্থী ঘোষণা করেছিল শাসকদল। তারপরই বিরোধী দলগুলির মধ্যে সবার আগে প্রার্থী ঘোষণা করে বামেরা। এই কারণে কংগ্রেসের সঙ্গে রাজ্যে তাদের আসন সমঝোতাও ভেস্তে যায়। এবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরের দিনই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সিপিএম। প্রত্যাশা মতোই কৃষক ও শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে ম্যানিফেস্টোতে। ধর্মনিরপেক্ষ,

মৃত্যুদণ্ড অপসারণের দাবি

কলকাতা : লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যে প্রার্থী ঘোষণা করেছিল শাসকদল। তারপরই বিরোধী দলগুলির মধ্যে সবার আগে প্রার্থী ঘোষণা করে বামেরা। এই কারণে কংগ্রেসের সঙ্গে রাজ্যে তাদের আসন সমঝোতাও ভেস্তে যায়। এবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরের দিনই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সিপিএম। প্রত্যাশা মতোই কৃষক ও শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে ম্যানিফেস্টোতে। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার কথা রয়েছে। একই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ, নারী ও শিশু সুরক্ষার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, বেকার ভাতা সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে সিপিএমের ইস্তেহার। রাজনৈতিক সহিষ্ণুতা, আফসপা প্রত্যাহার, মৃত্যুদণ্ড অপসারণ সহ নিরাপত্তা ক্ষেত্রে অনেক বিষয়ের উপরেও জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, দিল্লিতে ইস্তেহার প্রকাশ করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =