চৌকিদারকে এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে: রাহুল

সুপল (বিহার): ‘দেশের মানুষ ঠিক করে ফেলেছেন, চৌকিদারকে এবার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’ বিহারে এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া আক্রমণ করে তিনি বলেন, ‘চৌকিদারের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েই মোদি দেশের মানুষের কাছে ভোট চেয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা গেল তিনি অনিল আম্বানির চৌকিদার।

চৌকিদারকে এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে: রাহুল

সুপল (বিহার): ‘দেশের মানুষ ঠিক করে ফেলেছেন, চৌকিদারকে এবার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’ বিহারে এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া আক্রমণ করে তিনি বলেন, ‘চৌকিদারের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েই মোদি দেশের মানুষের কাছে ভোট চেয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা গেল তিনি অনিল আম্বানির চৌকিদার। তাই দেশের মানুষ স্থির করে ফেলেছেন, চৌকিদারকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’ রাহুল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ই এখন মোদিকে গ্রাস করেছে। দেশের মানুষের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ের ছাপই এখন তাঁর চোখেমুখে। তিনি যতই চেষ্টা করুন না কেন, বিহারের মানুষ, সারা দেশের মানুষ চৌকিদারকে সরাবেই সরাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =